Wednesday, October 30, 2024
Homeঅপরাধহবিগঞ্জে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই নারী আটক

হবিগঞ্জে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই নারী আটক

আলোর যুগ প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই নারীকে আটক করেছে পুলিশ। আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে মাধবপুর থানার ওসি আব্দুল্লা আল মামুন এর নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মনতলা-মাধবপুর রোডে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে ৬০ কেজি গাঁজাসহ দুই নারীকে আটক করে।

আটককৃতরা হল- ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের কেশবপুর গ্রামের মৃত বাচ্চু মিয়ার স্ত্রী সারা বানু (৪০) ও বিষ্ণুপুর ইউনিয়নের ছত্তরপুর গ্রামের জুহুর আলীর স্ত্রী হেলেনা আক্তার (৪০)। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যাবহৃত একটি সিএনজি অটোরিক্সা জব্দ করা হয়।

মাধবপুর থানার (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। বিকেলে তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments