Tuesday, December 3, 2024
Homeআন্তর্জাতিকহঠাৎ ভিন্নভাবে ট্রাম্পের ‘কাছাকাছি’ এলেন কমলা

হঠাৎ ভিন্নভাবে ট্রাম্পের ‘কাছাকাছি’ এলেন কমলা

আলোর যুগ প্রতিনিধিঃ আর মাত্র দু’দিন। এরপরই অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে এই নির্বাচন। এখন গোটা বিশ্বের চোখ সেদিকেই। বর্তমানে শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত আলোচিত দুই প্রার্থী কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প। প্রচারণার শেষ সময়ে তারা ছুটি চলেছেন এক অঙ্গরাজ্য থেকে অন্য অঙ্গরাজ্যে।

এরই অংশ হিসেবে শনিবার প্রচার চালাতে নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে যান ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস। সেখানে শার্লট বিমানবন্দরে কমলার প্লেনটি অবতরণ করে। প্লেন থেকে নামতেই এক অস্বাভাবিক দৃশ্য তাকে ‘স্বাগত’ জানায়।

কিন্তু কী সেই অস্বাভাবিক দৃশ্য?

কমলার প্লেনটির কাছেই টারমাকে পার্ক করা ছিল আরেকটি প্লেন। সেটির রং লাল-সাদা-নীল। প্লেনটির গায়ে লেখা ‘ট্রাম্প’। অর্থাৎ, প্লেনটি কমলার নির্বাচনী প্রতিপক্ষ রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের।

কমলা বর্তমান মার্কিন ভাইস প্রেসিডেন্ট। তিনি শনিবার নর্থ ক্যারোলাইনায় গিয়েছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্টের জন্য নির্ধারিত প্লেন এয়ার ফোর্স টু নিয়ে।

ছবিতে দেখা যায়, কমলা তার এয়ার ফোর্স টুয়ের সিঁড়ি দিয়ে শার্লট বিমানবন্দরে নামছেন। কাছেই ট্রাম্পের ব্যক্তিগত বোয়িং ৭৫৭ প্লেন ‘ট্রাম্প ফোর্স ওয়ান’ পার্ক করা।

শার্লট বিমানবন্দরে ট্রাম্পের প্লেন থাকার অর্থ, তিনিও সেখানে গিয়েছেন নির্বাচনী প্রচারণায়। যদিও সেখানে ব্যক্তি ট্রাম্পের সঙ্গে কমলার মুখোমুখি সাক্ষাৎ হয়নি। তবে কাকতালীয়ভাবে ট্রাম্পের প্লেনের দেখা পেয়ে গেলেন কমলা।

এভাবে ‘কাছাকাছি’ আসাটা এই বিষয়ই তুলে ধরে যে উভয় প্রার্থী তাদের শেষ মুহূর্তের নির্বাচনী প্রচারে গুটিকয়েক অঙ্গরাজ্যকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। তাদের সব মনোযোগ এখন হাতে গোনা কয়েকটি অঙ্গরাজ্য ঘিরে। এ নিয়ে টানা চার দিন দুই প্রার্থীকে একই দিন একই অঙ্গরাজ্যে নির্বাচনী প্রচার চালাতে দেখা গেল।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments