Thursday, November 27, 2025
Homeআন্তর্জাতিকহংকংয়ে বহুতল ভবনে আগুনে নিহত বেড়ে ৪৪

হংকংয়ে বহুতল ভবনে আগুনে নিহত বেড়ে ৪৪

আলোর যুগ প্রতিনিধিঃ হংকংয়ের তাই পো এলাকায় অবস্থিত ওয়াং ফুক কোর্ট আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ আগুনের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪ জনে। এখনো নিখোঁজ রয়েছেন ২৭৯ জন মানুষ। গতকাল বুধবার ওই আবাসিক কমপ্লেক্সে আগুন লাগার ঘটনা ঘটে।

হংকং কর্তৃপক্ষ সংবাদ সম্মেলনে জানায়, এই আগুনে মোট ৪৪ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ৪০ জন ঘটনাস্থলেই মারা যান এবং চারজন হাসপাতালে মারা যান। এছাড়া, উদ্ধার হওয়া আরও ৪৫ জন সংকটজনক অবস্থায় আছেন। আগুনের মাত্রা এত ভয়াবহ যে কমপ্লেক্সটিতে ১৫ ঘণ্টার বেশি সমং ধরে আগুন জ্বলছে। এ আগুনের ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেফতার করেছে সেখানকার পুলিশ। তারা একটি কনস্ট্রাকশন কোম্পানির কর্মকর্তা। এর মধ্যে দুজন কোম্পানিটির পরিচালক। অন্যজন পরামর্শক।

সেখানকার পুলিশ বলছে, ভবটিতে আগুন লাগার পর ‘অস্বাভাবিকভাবে’ এটি ছড়িয়ে পড়ে। এতে করে অনেকে বের হয়ে আসতে পারেননি। আর ভবনের ভেতর পলিস্টাইরিনসহ অন্যান্য দাহ্য পদার্থ পাওয়া গেছে। যা আগুন জ্বালাতে আরও সহায়তা করেছে। এছাড়া কমপ্লেক্সে থাকা নিরাপত্তা জাল, ক্যানভাস এবং প্লাস্টিকের কভারগুলো সেফটি স্ট্যান্ডার্ড পূরণ করতে পারেনি।

বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে ফায়ার সার্ভিসের ডেপুটি ডিরেক্টর ডেরেক আর্মস্ট্রং চ্যান জানান, রাতের অন্ধকার তাদের উদ্ধার অভিযানে বাধা হয়ে দাঁড়িয়েছে। দমকলকর্মীরা এখনও দুটি ভবনে পৌঁছাতে সমস্যার সম্মুখীন হচ্ছেন।

ওয়াং ফুক কোর্ট আবাসিক কমপ্লেক্সে মোট আটটি ভবন রয়েছে। ভবনগুলোয় মোট অ্যাপার্টমেন্টের সংখ্যা ২ হাজার। এসব অ্যাপার্টমেন্টে ৪ হাজার ৬০০ জনের বেশি বাসিন্দা বাস করেন। আগুন লাগা ভবনের ভেতরে কতজন আটকা পড়েছেন, তা জানাতে পারেনি ফায়ার সার্ভিস। তবে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা রয়েছেন বলে নিশ্চিত করেছে তারা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments