আলোর যুগ প্রতিনিধিঃ স্বাস্থ্যসেবা কর্তৃপক্ষের সঙ্গে জরুরি বৈঠক করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। বৈঠকে তিনি সংকট মোকাবিলায় দেশটির বিধ্বস্ত স্বাস্থ্যসেবা ব্যবস্থায় সংস্কার এবং ‘সাহসী ও কার্যকর’ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।
স্বাস্থ্যসেবা খাতে বছরের পর বছর কম অর্থায়নে রাষ্ট্র পরিচালিত স্বাস্থ্য পরিষেবা এনএইচএস বিশেষ করে চলমান তীব্র শীত এবং করোনা ও ফ্লুর উচ্চ হারসহ জরুরি চিকিৎসাসেবার চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে। একইসময় হাসপাতাল ও অ্যাম্বুলেন্স কর্মীরা বেতন বৃদ্ধির দাবিতে ধর্মঘট শুরু করেছেন।
১০ শতাংশের ওপর মূল্যস্ফীতির পরিপ্রেক্ষিতে নার্সরা বেতন বৃদ্ধির আহ্বান জানিয়েছেন।এ পরিস্থিতিতে সুনাক শনিবার ডাউনিং স্ট্রিটে ইংল্যান্ডের প্রধান চিকিৎসাবিষয়ক কর্মকর্তা ক্রিস উইটি ও এনএইচএস ইংল্যান্ডের প্রধান নির্বাহী আমান্ডা প্রিচার্ডের সঙ্গে বৈঠক করেন।
বৈঠকে সুনাক বলেন, দেশের অনেক জায়গায় স্বাস্থ্যপরিষেবা ভালো যাচ্ছে এমন উদাহরণ শুনে তিনি যথেষ্ঠ আত্মবিশ্বাস খুঁজে পাচ্ছেন। ঐক্যবদ্ধভাবে সংকট মোকাবিলা করতে পারবেন বলেও মন্তব্য করেন তিনি।