Friday, May 9, 2025
Homeঅপরাধস্ত্রীর সঙ্গে পরকীয়া, খালুর দুই চোখ তুলে নিলেন যুবক

স্ত্রীর সঙ্গে পরকীয়া, খালুর দুই চোখ তুলে নিলেন যুবক

আলোর যুগ প্রতিনিধিঃ স্ত্রীর সাথে পরকীয়া সম্পর্কে জড়ানোর তথ্য পেয়ে যশোরে নিজের খালু শহিদুল ইসলামের (৬০) দুই চোখ উপড়ে ফেলেছেন সাদ্দাম হোসেন (২৮) নামের এক যুবক। বৃহস্পতিবার রাত ৯টার দিকে শহরের বকচর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই পুলিশের তিনটি টিম অভিযুক্ত সাদ্দামকে আটকের জন্য অভিযান শুরু করে এবং তিন ঘণ্টার মধ্যেই রাত ১২টার দিকে শহরের পালবাড়ি এলাকা তাকে আটক করা হয়।

শুক্রবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে যশোরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী বলেন, আটক সাদ্দাম পেশায় একজন ট্রাক চালক। তার দুই স্ত্রী। পারিবারিক ঝামেলায় দুই মাস আগে সাদ্দাম তার প্রথম স্ত্রীকে তালাক দেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময় সাদ্দাম পুলিশকে জানিয়েছেন, দুই মাস আগে তালাক দেওয়া বড় স্ত্রী বৃহস্পতিবার স্বীকার করেন যে শহিদুল ইসলামের সাথে পরকীয়া সম্পর্কের কারণেই সাদ্দামের সাথে তার সংসার করা সম্ভব হয়নি। এতে ক্ষিপ্ত হয়ে নিজের দুই আঙুল দিয়ে শহিদুলের দুই চোখ উপড়ে ফেলেন তিনি।

হাসপাতাল সূত্র জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে স্থানীয় লোকজন শহিদুলকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।জরুরি বিভাগের চিকিৎসক হাসিব মোহাম্মদ আলী হাসান জানান, শহিদুল ইসলামের দুই চোখ উৎপাটন করে ফেলা হয়েছে। অবস্থা খারাপ হওয়ায় রাতেই তাকে ঢাকায় স্থানান্তর করার পরামর্শ দেওয়া হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments