Saturday, November 23, 2024
Homeআইন-আদালতস্ত্রীকে পিটিয়ে হত্যা কাজাখস্তানের সাবেক মন্ত্রীর, সিসি ক্যামেরায় ধারণ

স্ত্রীকে পিটিয়ে হত্যা কাজাখস্তানের সাবেক মন্ত্রীর, সিসি ক্যামেরায় ধারণ

আলোর যুগ প্রতিনিধিঃ স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে কাজাখস্তানের সাবেক অর্থমন্ত্রী কুয়ানদিক বিশিমবায়েভ। সিসি ক্যামেরায় ধরা পড়েছে পুরো ঘটনা। এতে দেশজুড়ে তৈরি হয়েছে বিতর্ক। জানা গেছে, ঘটনাটি গত বছরের নভেম্বর মাসের। নিজের স্ত্রীর ওপর টানা আট ঘণ্টা নির্যাতন চালিয়েছেন কুয়ানদিক বিশিমবায়েভ। কখনও ঘুষি, কখনও লাথি মেরেছেন। এভাবেই স্ত্রীকে পিটিয়ে হত্যা করেন তিনি।

ঘটনা জানাজানি হওয়ার পর দেশজুড়ে তৈরি হয়েছে বিতর্ক। ঘটনায় বেকায়দায় পড়েছেন দেশে সাম্যের অধিকার প্রতিষ্ঠা, সকলকে সুবিচার দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া প্রেসিডেন্টও। ওই মাসে একটি রেস্তোরাঁয় মিলেছিল বিশিমবায়েভের স্ত্রী সালতানাত নুকেনোভার মরদেহ। যে রেস্তোরাঁতে তার মরদেহ পাওয়া যায় সেটি বিশিমবায়েভের এক আত্মীয়ের। আগের দিন রাত থেকে সেখানে ছিলেন স্বামী-স্ত্রী।

ওই রেস্তোরাঁর সিসিটিভি ফুটেজ আদালতে পেশ করেছে পুলিশ। সেখানে দেখা গেছে, কাজাখস্তানের প্রাক্তন অর্থমন্ত্রী স্ত্রীকে টানা আট ঘণ্টা ধরে নির্যাতন চালিয়েছেন। ঘুষি-লাথির পর সালতানাতকে চুলের মুঠি ধরে পাশের ঘরে টেনে নিয়ে যান।

আদালতে সরকারি আইনজীবী জানিয়েছেন, স্বামীর হাত থেকে বাঁচতে শৌচালয়ে গিয়ে লুকিয়েছিলেন সালতানাত। দরজা ভেঙে তাকে সেখান থেকে বের করে এনে মারধর শুরু করেন বিশিমবায়েভ। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন সালতানাত। ময়নাতদন্তের রিপোর্টে লেখা হয়েছে, মাথায় আঘাত লেগে মৃত্যু হয়েছে তার।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments