Monday, October 20, 2025
Homeবিনোদনস্কুইড গেমের অভিনেতার সঙ্গে কিং খান

স্কুইড গেমের অভিনেতার সঙ্গে কিং খান

আলোর যুগ বিনোদনঃ দক্ষিণ কোরিয়ার থ্রিলার ও ড্রামা সিরিজ ‘স্কুইড গেম’-এর জনপ্রিয় অভিনেতা লি বিয়ং হুনের সঙ্গে সম্প্রতি বলিউড কিং খান শাহরুখের ছবি ভাইরাল হয়েছে। ইনস্টাগ্রামে শেয়ার করা ছবির সঙ্গে লি বিয়ং হু জানান, শাহরুখ খানের সঙ্গে দেখা করে তিনি নিজেকে ধন্য মনে করছেন।

এই ছবিটি নিয়ে ভক্ত-অনুরাগীদের মনে প্রশ্ন জেগেছে, থ্রিলার ও ড্রামায় ভরপুর ‘স্কুইড গেম’-এ কি নাম লেখাতে যাচ্ছেন শাহরুখ খান? ইনস্টাগ্রামে নানান মন্তব্যে ভরে ওঠে পোস্টটি। কেউ কেউ অবাক হয়েছেন। কেউ প্রশ্ন রেখেছেন তাদের একসঙ্গে অভিনয় করার সম্ভাবনা নিয়ে।

তবে এ সম্পর্কে তেমন কোনো আশাব্যাঞ্জক খবর পাওয়া যায়নি। জানা গেছে, সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত জয় ফোরাম ২০২৫-এ দুই আন্তর্জাতিক তারকার সাক্ষাৎ হয়। সেই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বলিউডের দুই তারকা সালমান খান ও আমির খান। ওই অনুষ্ঠানের আরেকটি ছবিতে দেখা গেছে, বিশ্বখ্যাত ইউটিউবার মি. বিস্ট ও আমেরিকার বাস্কেটবল কিংবদন্তী শাকেইল ও’নিলসহ শাহরুখ-আমিরকে।

কোরিয়ান অভিনেতা লি বিয়ং-হুন ‘স্কুইড গেম’-এ ফ্রন্ট ম্যান চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছেন। মুখোশ পরে অভিনয় করা এই চরিত্রটি খেলার এক অবিচল কর্তৃত্বের প্রতীক। তিনি খেলার সঙ্গে জড়িত যারাই নিয়ম ভেঙেছে, তাদের মৃত্যুদণ্ড কার্যকর করেছেন।

এদিকে, শাহরুখ খান তার পরবর্তী চলচ্চিত্রের জন্য প্রস্তুতি নিচ্ছেন। জানা গেছে ছবিটির নাম ‘কিং’। যেখানে তার সঙ্গে অভিনয় করবেন কন্যা সুহানা খান। আরও রয়েছেন দীপিকা পাড়ুকোন অভিষেক বচ্চন, রানী মুখার্জি, অনিল কাপুর, জ্যাকি শ্রফের মতো তারকারা। ছবিটি পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments