
আলোর যুগ প্রতিনিধিঃ সৌদি আরবের পশ্চিমাঞ্চলীয় হাররাত আল-শাকার কাছে ও ইরাকের সীমান্তবর্তী এলাকায় একটি ভূমিকম্প আঘাত হেনেছে। সৌদি আরবের ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, শনিবার রিখটার স্কেলে সৌদি আরবের এই ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৪। অন্যদিকে ইরাকের সীমান্তবর্তী এলাকায় ৫.০৯ মাত্রার ভূমিকম্প শনাক্ত করা হয়েছে।
ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, তাদের ন্যাশনাল সিসমিক মনিটরিং নেটওয়ার্ক হররাত আল-শাকা থেকে প্রায় ৮৬ কিমি উত্তরে এ মৃদু ভূমিকম্পটির উৎপত্তিস্থল শনাক্ত করেছে। এই এলাকা মদিনা অঞ্চলের আল-আইস ও তাবুক অঞ্চলের উমলুজের মধ্যে অবস্থিত। উল্লেখ্য, হরাত আল-শাকা সৌদি আরবের অন্যতম প্রধান আগ্নেয় লাভাক্ষেত্র হিসেবে পরিচিত। তবে এখন পর্যন্ত কোনো স্থান থেকে বড় ধরনের ক্ষতির খবর পাওয়া যায়নি।
