Thursday, October 2, 2025
Homeজেলার খবরসোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২০ কিলোমিটার যানজট

সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২০ কিলোমিটার যানজট

আলোর যুগ প্রতিনিধিঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে বুধবার (১ অক্টোবর) সকালে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে চালক ও যাত্রীদের।

বুধবার সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে যানজট সৃষ্টি হয়। আষাড়িচর থেকে সাইনবোর্ড পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ যানজটের কারণে ঘণ্টার পর ঘণ্টা যাত্রীরা আটকে পড়েন। অনেকে গন্তব্যে পৌঁছাতে হাঁটতে শুরু করতে দেখা যায়।

যাত্রী রাব্বি আহমেদ বলেন, যানজট মোগড়াপাড়া থেকে সাইনবোর্ড ছাড়িয়ে গেছে। দীর্ঘ সময় ধরে গাড়ি একই জায়গায় দাঁড়িয়ে আছে। আরেক যাত্রী সাব্বির হোসেন বলেন, দীর্ঘসময় ধরে মদনপুরে বসে আছি। গাড়ি একটুও নড়ছে না। কতক্ষণ লাগবে ঢাকা যেতে বলা যাচ্ছে না।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, বৃষ্টির কারণে এবং গাড়ির চাপ দ্বিগুণ হওয়ায় সাময়িকভাবে যানজট তৈরি হয়েছিল। বর্তমানে যানজট কেটে গেছে। যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments