Wednesday, October 30, 2024
Homeবিনোদনসেরা অভিনেত্রীর সম্মাননা পেলেন মন্দিরা

সেরা অভিনেত্রীর সম্মাননা পেলেন মন্দিরা

আলোর যুগ বিনোদনঃ আলোচিত নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের ‘কাজলরেখা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটেছে মন্দিরা চক্রবর্তীর। গেল ঈদুল ফিতরে মুক্তি পাওয়া এই সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেন মন্দিরা। ছবিতে কাজলরেখা চরিত্রে অনবদ্য অভিনয়ের জন্য বেশ প্রশংসিত হয়েছিলেন তিনি। এ চরিত্রে অভিনয়ের জন্য সম্প্রতি একটি সম্মানানা পেয়েছেন মন্দিরা।

আমেরিকায় ‘ঢালিউড অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে পপুলার ক্যাটাগরিতে সেরা অভিনেত্রীর সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি। পুরস্কার পাওয়ার অনুভূতি ব্যক্ত করে মন্দিরা গণমাধ্যমকে বলেন, ‘এর আগেও আমি সম্মাননায় ভূষিত হয়েছি। তবে এবারই প্রথম আমি কাজলরেখা সিনেমায় অভিনয়ের জন্য বেস্ট অ্যাকট্রেস হিসেবে সম্মাননা পেয়েছি।’

‘সম্প্রতি আমেরিকায় অনুষ্ঠিত ঢালিউড অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আমার হাতে এ সম্মাননা তুলে দেয়া হয়। অনুষ্ঠানের সংশ্লিষ্ট সবার প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা, ভালোবাসা। আমি কাজলরেখার জন্য প্রথম এই সম্মাননাপ্রাপ্তি দর্শককে উৎসর্গ করলাম’ বলেও উল্লেখ করেন তিনি।

মন্দিরা চক্রবর্তী আরও জানান, ‘আমেরিকায় আরো দু’টি অনুষ্ঠানে অংশ নিয়ে দেশে ফিরবেন। আগস্টে তার জন্মদিনের আগেই দেশে ফেরার কথা রয়েছে। এখন বেশকিছু সিনেমার কাজ তার হাতে। এরই মধ্যে আরিফিন শুভর বিপরীতে ‘নীলচক্র’ সিনেমার কাজ হয়েছে। দেশে ফেরার পর নতুন সিনেমা নিয়ে আরো একটি সুখবর দেবেন। আন্তর্জাতিক একটি সিনেমায় কাজ করার ব্যাপারে কথা চলছে।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments