Saturday, November 23, 2024
Homeক্রিকেটসেমিফাইনালে এমন হারের পর যা বললেন রশিদ খান

সেমিফাইনালে এমন হারের পর যা বললেন রশিদ খান

আলোর যুগ স্পোর্টসঃ  টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ত্রিনিদাদ স্টেডিয়ামে বড় রকমের প্রত্যাশা নিয়েই দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছিল আফগানিস্তান। তবে আফগানদের একবারে উড়িয়ে দিয়েছে প্রোটিয়ারা। মাত্র ৫৬ রানেই অলআউট হয়ে যায় আফগানিস্তান। জবাবে ৯ উইকেটের জয়ের ফলে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নাম লেখাল এইডেন মার্করামের দল। এমন হারের পর মুখ খুলেছেন আফগান অধিনায়ক রশিদ খান।

ম্যাচ শেষে ব্রডকাস্টকে দেওয়া সাক্ষাৎকারে রশিদ বলেন, ‘দল হিসেবে এটা আমাদের জন্য কঠিন ছিল। আমরা হয়তো আরও ভালো করতে পারতাম কিন্তু পরিস্থিতি অনুযায়ী তা করতে পারেনি। টি-টোয়েন্টি ক্রিকেট এমনই হয়, আপনাকে সব কন্ডিশনের জন্য প্রস্তুত থাকতে হবে। আমি মনে করি তারা সত্যিই ভালো বোলিং করেছে।’

রশিদ খান হারার পরেও বিশেষভাবে প্রশংসা করলেন বোলারদের, ‘আমি মনে করি এই টুর্নামেন্টে আমরা ভালো সাফল্য পেয়েছি কারণ পেসাররা সত্যিই ভালো বোলিং করেছে। আমি মনে করি মুজিবের ইনজুরি দুর্ভাগ্য কিন্তু আমাদের পেসাররা এমনকি নবিও নতুন বলে দুর্দান্ত বোলিং করেছে। এটা স্পিনার হিসেবে আমাদের কাজকে সহজ করে দিয়েছে। রশিদ এরপরেই যোগ করেন, ‘আমরা এই টুর্নামেন্ট উপভোগ করেছি। এটা আমাদের জন্য মাত্র শুরু, এরপর কোনো দলকে হারানোর আত্মবিশ্বাস ও বিশ্বাস আমাদের আছে।’

নিজেদের দক্ষতা আছে সেটা মানেন আফগান অধিনায়ক। এখন ধরে রাখতে চান ধারাবাহিকতা, ‘আমরা শুধু আমাদের প্রসেস ধরে রাখতে চাই। এটা আমাদের জন্য একটি অভিজ্ঞতা। আমরা জানি আমাদের দক্ষতা আছে, এটি কেবল কঠিন পরিস্থিতি। কিছু কাজ করতে হবে, বিশেষ করে মিডল অর্ডারে ইনিংসকে বড় করে নিয়ে যেতে হবে।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments