Thursday, October 2, 2025
Homeঅপরাধসেই মার্কিন নাগরিক এনায়েতের ৪ দিনের রিমান্ড মঞ্জুর

সেই মার্কিন নাগরিক এনায়েতের ৪ দিনের রিমান্ড মঞ্জুর

আলোর যুগ প্রতিনিধিঃ পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদের পরিবারের অর্থপাচার মামলায় মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরীর তৃতীয় দফায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে ঢাকা মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক মো. হাফিজুল ইসলাম এ দিন আসামির পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে বিচারক চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড মঞ্জুরির কয়েক মিনিট পরই অসুস্থ হয়ে এনায়েত কাঠগড়ায় ঢলে পড়েন এবং পরে পুলিশ তাকে হাজতখানায় নিয়ে যান।

দুদক সূত্রে জানা যায়, চলতি বছরের ২০ ফেব্রুয়ারি এ মামলা দায়ের করা হয়। সাবেক আইজিপি বেনজীর আহমেদ, তার স্ত্রী মিসেস জীশান মীর্জা, জ্যেষ্ঠ কন্যা ফারহীন রিশতা ও মেঝো কন্যা তাহসীন রাইসার বিরুদ্ধে সন্দেহজনক লেনদেনের মাধ্যমে ১১ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকা বিদেশে পাচারের অভিযোগ আনা হয়। তদন্তে এনায়েত করিম চৌধুরীর সংশ্লিষ্টতা ধরা পড়ে।

এর আগে, ১৭ সেপ্টেম্বর অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে এনায়েত ও তার সহযোগী গোলাম মোস্তফা আজাদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছিল। ১৩ সেপ্টেম্বর গ্রেফতারের পর ১৫ সেপ্টেম্বর সন্ত্রাসবিরোধী আইনে তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছিল।

মামলা সূত্রে জানা যায়, ১৩ সেপ্টেম্বর সকালে মিন্টো রোডের মন্ত্রিপাড়া এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় এনায়েতকে আটক করা হয় এবং তার কাছ থেকে দুটি আইফোন জব্দ করা হয়। প্রাথমিক বিশ্লেষণে তার ফোনে বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক তথ্য পাওয়া যায়।

জিজ্ঞাসাবাদে এনায়েত দাবি করেছেন, তিনি একটি বিশেষ দেশের গোয়েন্দা সংস্থার এজেন্ট এবং বাংলাদেশে এসে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত করে নতুন সরকার প্রতিষ্ঠার চেষ্টা করছেন। তিনি ৬ সেপ্টেম্বর নিউইয়র্ক থেকে বাংলাদেশে এসে উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের সঙ্গে গোপন বৈঠক করেছেন।

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments