Friday, November 22, 2024
Homeদেশজুড়েসুন্দরবনে আগুন: কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস, টহল দিচ্ছে হেলিকপ্টার

সুন্দরবনে আগুন: কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস, টহল দিচ্ছে হেলিকপ্টার

আলোর যুগ প্রতিনিধিঃ পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের লতিফের সিলা এলাকায় আগুন নেভানোর কাজ শুরু করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। বাগেরহাট, মোরেলগঞ্জ, মোংলা ও শরণখোলার পাঁচটি ইউনিট রবিবার সকাল সাতটা থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসকে সহযোগিতার জন্য কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরাও যোগ দিয়েছেন। বিমানবাহিনীর একটি হেলিকপ্টার বন এলাকায় টহল দিচ্ছে। স্থানীয় দুই শতাধিক সাধারণ মানুষও আগুন নিয়ন্ত্রণের কাজে অংশগ্রহণ করেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স খুলনার উপ-পরিচালক মামুন মাহমুদ ঘটনাস্থলে উপস্থিত থেকে আগুন নিয়ন্ত্রণের কাজ তদারকি করছেন।

পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা গাজী নুরুল কবির, মোরেলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আমিকুর রহমান, মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান ও মোরেলগঞ্জ থানার ওসি সামসুদ্দীন রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাস্থলে ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments