Thursday, October 16, 2025
Homeজেলার খবরসুন্দরবনের ২০ ফুট লম্বা অজগর লোকালয় থেকে উদ্ধার

সুন্দরবনের ২০ ফুট লম্বা অজগর লোকালয় থেকে উদ্ধার

আলোর যুগ প্রতিনিধিঃ বাগেরহাটের সুন্দরবন সংলগ্ন শরণখোলা উপজেলার সোনাতলা গ্রাম থেকে ২০ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেছে বন সুরক্ষায় নিয়োজিত কমিউনিটি প্যাট্রলিং গ্রুপের (সিপিজি) সদস্যরা। শুক্রবার (২১ মার্চ) বিকেলে অজগর সাপটি উদ্ধার করে সিপিজি সদস্যরা।

জানা গেছে, সুন্দরবন থেকে চলে আসা এই অজগরটি সোনাতলা গ্রামের মরিয়ম বেগমের একটি ছাগলটিকে আক্রমণ করে মেরে ফেলে। লোকজন এই দৃশ্য দেখতে পেয়ে বন বিভাগের খবর দেয়। সন্ধ্যায় সিপিজি সদস্যরা পার্শ্ববর্তী মালেক গাজীর বাড়ির বাগান থেকে অজগরটি উদ্ধার করে। উদ্ধারকৃত অজগরটি শুক্রবার সন্ধ্যায় সুন্দরবনের শরণখোলা রেঞ্জে অবমুক্ত করা হয়েছে।

সুন্দরবন সুরক্ষায় কমিউনিটি প্যাট্রলিং গ্রুপের (সিপিজি) প্রধান মো. খলিলুর রহমান জানান, সোনাতলা গ্রামের মরিয়ম বেগমের একটি ছাগল খোঁজ করে না পেয়ে বিকেলে বাগানে গিয়ে দেখেন বিশাল একটি অজগর তার ছাগলটিকে আক্রমণ করে মেরে ফেলেছে এবং মৃত ছাগলটিকে পেচিয়ে ধরে রেখেছে। মরিয়ম বেগম এ দৃশ্য দেখে আমাকে জানালে সিপিজি সদস্যদের নিয়ে ঘটনাস্থলে ছুটে যাই।

এ সময় লোকজনের উপস্থিতি টের পেয়ে অজগরটি ছাগলটিকে ছেড়ে দিয়ে পার্শ্ববর্তী মালেক গাজীর বাড়ির বাগানের ঝোপের মধ্যে আশ্রয় নেয়। পরে তল্লাশি চালিয়ে অজগরটিকে উদ্ধার করা হয়। সুন্দরবন থেকে চলে আসা উদ্ধারকৃত অজগরটির ২০ ফুট লম্বা ও ওজন ৫৫ কেজি।

বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা ফরেস্ট স্টেশন কর্মকর্তা মো. ফারুক হোসেন জানান, সুন্দরবন থেকে চলে যাওয়া অজগরটি সোনাতলা গ্রাম থেকে উদ্ধার করে বনরক্ষীদের সহায়তায় সিপিজির সদস্যরা শরণখোলা স্টেশন অফিস সংলগ্ন সুন্দরবনে অবমুক্ত করেছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments