Saturday, January 18, 2025
Homeজাতীয়সুইজারল্যান্ড সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

সুইজারল্যান্ড সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

আলোর যুগ প্রতিনিধিঃ ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সম্মেলনে অংশ দিতে ২১-২৪ জানুয়ারি সুইজারল্যান্ড সফর করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র মোহাম্মাদ রফিকুল আলম এ তথ্য জানান।

তিনি জানান, সুইজারল্যান্ডের দাভোসে আয়োজিত এবারের ডব্লিউইএফ সম্মেলনের প্রতিপাদ্য- শেপিং দ্য ইন্টেলিজেন্ট এজ।  এর আলোকে আয়োজিত বিভিন্ন সেশনে প্রধান উপদেষ্টা অংশ নেবেন।

মুখপাত্র জানান, প্রধান উপদেষ্টা সম্মেলনে অংশ নেওয়া বিভিন্ন দেশের সরকারের প্রধান, রাষ্ট্রপ্রধানসহ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থা এবং আন্তর্জাতিক গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

এই সফরে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে থাকবেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত এবং এসডিজিবিষয়ক প্রিন্সিপাল কো-অর্ডিনেটর।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments