Tuesday, January 7, 2025
Homeক্রিকেটসিলেটপর্বের টিকিট বিক্রি শুরু, মূল্য-স্থান ঘোষণা

সিলেটপর্বের টিকিট বিক্রি শুরু, মূল্য-স্থান ঘোষণা

আলোর যুগ প্রতিনিধিঃ এরই মাঝে শুরু হয়ে গেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসর। যদিও শুরুতে টিকিটমূল্য–স্থান নির্ধারণে দেরি এবং এরপর ব্যাংক ও বুথে টিকিট না পাওয়াকে কেন্দ্র করে ঢাকাপর্বে দর্শকদের আন্দোলনের মুখে পড়তে হয়েছে বিসিবিকে।তবে আগামীকাল (সোমবার) থেকে শুরু বিপিএলের সিলেটপর্ব। যার জন্য গতকাল (শনিবার) বিকেল থেকেই টিকিট বিক্রি শুরু হয়েছে।

অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই তথ্য জানিয়েছে বিসিবি। যেখানে টিকিটমূল্য ও প্রাপ্তির স্থানও উল্লেখ করা হয়েছে। ঢাকার মতো সিলেটের ম্যাচগুলোরও অনলাইন টিকিট বিক্রি শুরু হয়েছে প্রথমে। অনলাইনে টিকিট মিলবে এই ঠিকানায়। যেখানে গতকাল বিকেল থেকেই বিপিএলের টিকিট মিলছে। তবে সরাসরি টিকিট বিক্রি হবে আজ (রোববার) থেকে।

সিলেট শহরের তিনটি বুথ থেকে নগদ টাকায় অফলাইন টিকিট পাওয়া যাবে। সিলেট শিশু একাডেমি ও মধুমতি ব্যাংকের আম্বরখানা শাখায় আজ সকাল ১০টা থেকে এবং সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিকেল ৩টা থেকে মিলবে টিকিট। সাতটি ক্যাটগরিতে সিলেটপর্বের টিকিটমূল্য নির্ধারিত হয়েছে। টিকিটের সর্বনিম্ন দাম ১৫০ টাকা এবং সর্বোচ্চ ২ হাজার টাকা। প্রসঙ্গত, ৬–১৩ জানুয়ারি পর্যন্ত চলবে বিপিএলের সিলেটপর্ব। সবমিলিয়ে ‘দুটি কুড়ি একটি পাতা’র দেশে ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

সিলেট পর্বে টিকিটমূল্য

শহীদ আবু সাঈদ স্ট্যান্ড– ১৫০ টাকা

পশ্চিম গ্যালারি– ১৫০ টাকা

গ্রিন হিল অ্যারিয়া– ১৫০ টাকা

পূর্ব গ্যালারি– ২৫০ টাকা

ক্লাব হাউজ– ৫০০ টাকা

জিরো ওয়েস্ট জোন– ৬০০ টাকা

গ্র্যান্ড স্ট্যান্ড– ২০০০ টাকা

টিকিট বুথ ও প্রাপ্তির সময়

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম– ৫ জানুয়ারি, বেলা ৩টা

সিলেট শিশু একাডেমি– ৫ জানুয়ারি, সকাল ১০টা

মধুমতি ব্যাংক, আম্বরখানা শাখা– ৫ জানুয়ারি, সকাল ১০টা

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments