আলোর যুগ প্রতিনিধিঃ সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে একটি অস্ত্রের ডিপোতে বিস্ফোরণ ঘটেছে। এতে এখন পর্যন্ত ১১ জন নিহতের খবর পাওয়া গেছে। গতকাল রবিবার এ বিস্ফোরণ ঘটেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। গত ৮ ডিসেম্বর ক্ষমতাচ্যুত হন সিরিয়ার ২৪ বছরের স্বৈরশাসক বাশার আল–আসাদ। এর কয়েক সপ্তাহ পর দেশটিতে এত বড় বিস্ফোরণের ঘটনা ঘটল।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, দামেস্ক থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে আদ্রার শিল্প এলাকায় এ বিস্ফোরণ হয়েছে। ধারণা করা হচ্ছে, ইসরায়েলি বাহিনী এখানে ‘হামলা’ চালিয়েছে। তবে ইসরায়েলের একটি সামরিক সূত্র এএফপিক বলেছে, ইসরায়েলি সেনাবাহিনী এই এলাকায় কোনো হামলা চালায়নি। নাম প্রকাশে অনিচ্ছিুক একজন কর্মকর্তা বলেন, ‘কোথায় থেকে হামলা হয়েছে আমরা জানি না। হঠাৎ বিকট বিস্ফোরণে পুরো এলাকা কেঁপে ওঠে। কত মানুষ হতাহত হয়েছে বলা কঠিন। উদ্ধার অভিযান চলছে।’
অবজারভেটরির প্রধান রামি আবদেল রহমান বলেন, ‘আদ্রা এলাকায় ক্ষমতাচ্যুত আসাদ সরকারের একটি অস্ত্রের ডিপোতে ইসরায়েলি হামলায় বিস্ফোরণে কমপক্ষে ১১ জন নিহত হয়েছে।’ ইসরায়েলি সামরিক বাহিনীর একটি সূত্র বলেছে, ‘আমরা এই এলাকায় আইডিএফের (সেনাবাহিনী) হামলার বিষয়ে অবগত নই। আইডিএফ এই এলাকায় কোনও হামলা চালায়নি।’
আবদেল রহমান বলেন, নিহতরা বেশিরভাগই বেসামরিক নাগরিক। বাশার আল–আসাদের পতনের পর গরিব ও নিম্ন শ্রেণির অনেক মানুষ বিক্রয়যোগ্য ধাতুর সন্ধানে সামরিক স্থাপনাগুলোতে ঢুকে পড়েছিল। এই বিস্ফেরণে তাদেরই কেউ কেউ নিহত হতে পারেন।