Thursday, July 17, 2025
Homeবিনোদনসিদ্ধার্থ–কিয়ারার ঘরে এলো কন্যাসন্তান

সিদ্ধার্থ–কিয়ারার ঘরে এলো কন্যাসন্তান

আলোর যুগ বিনোদনঃ বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি প্রথমবারের মতো বাবা-মা হয়েছেন। মঙ্গলবার (১৫ জুলাই) মুম্বাইয়ের রিলায়েন্স হাসপাতালে কিয়ারা কন্যাসন্তানের জন্ম দেন। স্বাভাবিক প্রসবেই শিশুর জন্ম হয় বলে একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে।

তবে এই খবর এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেননি এই দম্পতি। চলতি বছরের ফেব্রুয়ারিতে ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে নিজেদের প্রথম সন্তানের প্রত্যাশার কথা জানান কিয়ারা ও সিদ্ধার্থ। পোস্টটিতে একটি ছোট শিশুর মোজা হাতে ধরে থাকা ছবি দিয়ে লিখেছিলেন, “আমাদের জীবনের সেরা উপহার… শিগগিরই আসছে।”

সিদ্ধার্থ ও কিয়ারার প্রথম পরিচয় হয় এক পার্টিতে। এরপর ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘শেরশাহ’-এর সেটে তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কিছু না বললেও, ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি রাজস্থানের জয়সলমীরে এক জাঁকজমকপূর্ণ আয়োজনে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।

এই জুটি দুজনেই আগামী মাসে বড় বাজেটের ছবি নিয়ে পর্দায় ফিরছেন। সিদ্ধার্থ মালহোত্রাকে দেখা যাবে জাহ্নবী কাপুরের বিপরীতে ‘পরম সুন্দরী’ সিনেমায়। অন্যদিকে কিয়ারা আদভানিকে দেখা যাবে হৃতিক রোশন ও জুনিয়র এনটিআরের সঙ্গে স্পাই ইউনিভার্সভুক্ত ‘ওয়ার ২’ ছবিতে, যা মুক্তি পাবে স্বাধীনতা দিবসে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments