জাভেদ মোস্তফা 🇧🇩
সারাদেশে আমাদের ডাচ-ব্যাংলা ব্যাংক পিএলসির শাখা সহ ২৪০,সাব-শাখা, ৫০০ টি এজেন্ট ব্যাংকিং শাখার পাশাপাশি আছে সাড়ে ৬ হাজার ফ্যাষ্ট ট্র্যাক ১৫০০ এটিএম বুথ অনেক মোবাইল ব্যাংকিং ও এজেন্ট ব্যাংককিং সহ আরো এরিয়া অফিস ৭৭ এবং রকেট এজেন্ট রয়েছে ২ লাখ বলে জানিয়েছেন ডাচ-বাংলা ব্যাংকের ডিএমডি শাহ আলম পাটোয়ারী। সাভার বাজার রোড শাখার স্থানান্তর উদ্বোধনী অনুষ্ঠানে এসে প্রধান অতিথি বক্তব্যে তিনি এই পরিসংখ্যান দেন। ডাচ-বাংলা ব্যাংকের ডিএমডি শাহ আলম পাটোয়ারী আরো বলেন, এতো কিছু আমাদের অর্জন শুধু গ্রাহকদের সেবার জন্য। আমাদের রয়েছে শক্তিশালী নেটওয়ার্ক,যার কারনে এ ব্যাংক দেশের সেরা ব্যাংক হিসেবে গ্রাহক সেবা প্রদান করে যাচ্ছে, এখন সকল গ্রাহকদের সেবা দেয়া হচ্ছে ভিসা কার্ড এর মাধ্যমে। নতুন প্রযুক্তির মাধ্যমে গ্রাহক সেবা দ্রুত দেয়ার লক্ষ্যে প্রতি বছর এক শত হাজার কোটি টাকা অতিরিক্ত ব্যয় হচ্ছে,বর্তমান গ্রাহক সংখ্যা প্রায় ৫ কোটি।
আজ সোমবার ঢাকার সাভারের ডাচ্-বাংলা ব্যাংকের সাভার বাজার রোড শাখা স্থানান্তরের কার্ষক্রম শুরু উপলক্ষ্যে ফিতা কাটা,আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে আরো বক্তব্য রাখেন, সাভার বাজার রোড ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ওবাইদুর রহমান অভি,সাবেক অতিরিক্ত সচিব মোফাজ্জল হোসেন,ব্যাংক ভবনের মালিক মুর্শিদা রহমান, ভিপি এন্ড হেড অব ডিএসডি মোহাম্মদ মুনজুরুল কাদির,সাভার রোড শাখা ব্যবস্থাপক ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (এসভিপি) ইবনুল হাসান,ব্র্যাঞ্চ উপ-ব্যবস্থাপক শংকর মজুমদার,ঢাকা ইপিজেড শাখার ম্যানেজার সফিউল আজম ভুইয়া, পল্লীবিদ্যুত শাখার ম্যানেজার শফিকুজ্জামান খান, আশুলিয়া শাখার ম্যানেজার কেএম মারুফুল ও জিরাবো শাখার ম্যানেজার মোমতাজ উদ্দিন।
এ সময় এজেন্ট ব্যাংককিং সাভার এরিযার অফিসের ইনচার্জ এসসিএম আফাজ উদ্দিন, সাভারের এরিয়া ম্যানেজার শফিকুল ইসলাম ,বিভিন্ন ফ্যাষ্ট ট্যাক্্র এর ইনচাজ ও এলাকার বিপুল সংখ্যক গ্রাহকসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শেষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।