Sunday, May 11, 2025
Homeঅপরাধসাভারে এক কলেজ ছাত্রকে হত্যা করেছে তারই বন্ধু

সাভারে এক কলেজ ছাত্রকে হত্যা করেছে তারই বন্ধু


নিহত সুলান হোসেন সাগর

জাভেদ মোস্তফা🇧🇩

সাভারে সুলতান হোসেন সাগর নামের এক রং মিস্ত্রিকে কুপিয়ে হত্যা করেছে তারই বন্ধু । সে সাভার কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল। গতকাল মঙ্গলবার রাত এগারোটার দিকে পৌর এলাকার সিআরপি ডগরমোরা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাতে ওই ছাত্রকে কুপিয়ে গুরুতর আহত করে তার মোবাইল ছিনিয়ে নিয়ে যায় হত্যাকারীরা। তাকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেলে নিলে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয় বলে চিকিৎসক জানান। পরে রাতে খবর পেয়ে এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করে পুলিশ। নৃশংস এ হত্যাকান্ডে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। নিহতের বন্ধু তসলিম উদ্দিন জানান,সাগরকে কুপানোর একটি কল পেয়ে আমি ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে দেখি এক সিকিউরিটি গার্ড তাকে ধরে তার রক্তক্ষরণ বন্ধের চেষ্টা করছে।আমি দ্রুত তাকে সাভার এনাম মেডিক্যালে নিয়ে যাই। সেখানে তার মৃত্যু হয়। তসলিম জানায় তার বন্ধু শফিক এর সাথে তার সমস্যা ছিল। সেই তাকে হত্যা করেছে। এবিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েদা পুলিশ ডিবির ওসি জালাল উদ্দিন বলেন, পুর্ব শত্রুতার জের ধরে তার বন্ধু তাকে হত্যা করেছে বলে প্রাথমিক ভাবে আমরা জেনেছি। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যাকারীদের সনাক্ত করা হয়েছে। তাদের আটকের চেষ্টা চলছে।

১৯-০৩-২৫

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments