Wednesday, October 15, 2025
Homeজাতীয়সাভারে আবাসিক হোটেলে অভিযানে ২২ জন সহ ২৭ জন আটক

সাভারে আবাসিক হোটেলে অভিযানে ২২ জন সহ ২৭ জন আটক



সাভারে আবাসিক হোটেলে অভিযানে ২২ জন সহ ২৭ জন আটক।

জাভেদ মোস্তফা 🇧🇩
সাভারের দুবাই গেস্ট হাউজ থেকে সাভার মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ৯ জন নারী এবং ১৩ জন পুরুষ সহ ২২ জনকে আটক করে থানা হেফাজতে নিয়েছে। পুলিশ জানায় মঙ্গলবার মধ্য রাত ১২ টায় তাদের আটক করা হয়। আজ বুধবার তাদের পরিচয় সনাক্ত করে তাদের আদালতে পাঠানো হচ্ছে। তবে পুলিশ হোটেলের মালিক সবুজ ও ম্যানেজারকে গ্রেফতার করতে পারে নি।
জানা যায়, সাভার বাজার বাসস্ট্যান্ডে অবস্থিত ক্যাপ্টেন সামাদ টাওয়ারের ৫ তলায় তিনটি ফ্ল্যাট ভাড়া নিয়ে দুবাই গেস্ট হাউস নাম দিয়ে অসামাজিক কার্যকলাপ চালানো হচ্ছে। এর আগেও একবার ১৯ জন পতিতা ও খদ্দর ধরা পড়লেও রেস্ট হাউসটি সীলগালা করে পুলিশ তা বন্ধের কোন ব্যবস্থা নেয় নি। টাওয়ারের আংশিক মালিক জাহিদুল আলম যুগান্তরকে জানান, গেস্ট হাউজের মালিক মো: সবুজ বসবাসের জন্য তার কাছ থেকে তিনটি আবাসিক ফ্লাট এর চুক্তি করে। কিন্তু চুক্তি বরখেলাপের বিরুদ্ধে তাদের বহুবার সতর্ক করা হয়। কিন্তু তারা গোপনে সেখানেই এ সব অসামাজিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, পুলিশ ও স্থানীয় কিছু নেতাদের ম্যানেজ করে তারা এই ব্যাবসা পরিচালনা করছে। পুলিশ জানায় গভীর রাতে পুলিশি অভিযানের সময় সেখানে স্থানীয় তিনজন সাংবাদিক পরিচয়দান কারি ব্যাক্তিও সেখানে উপস্থিত ছিলেন। u
সাভার মডেল থানার ওসি জুয়েল মিয়া জানান, একটি আবাসিক হোটেল থেকে গত রাতে অসামাজিক কাজে লিপ্ত ২২ জনকে আটক করা হয়েছে। যাচাই বাচাই শেষে তাদের আজ আদালতে পাঠানো হবে। এদিকে পুলিশের সোর্স পরিচয় এক ব্যক্তি যুগান্তরকে জানান, পুলিশকে সোর্স এর মাধমে প্রতিমাসে মোটা অঙ্কের টাকা দিয়ে সবুজ এই গেস্ট হাউজ চালায়। গত তিন মাসের টাকা বকেয়া থাকায় রাতে এই অভযান চালায় পুলিশ। তবে পুলিশ টাকা নেওয়ার বিষয়টি সঠিক না বলে জানান। এলাকাবাসী অনতিবিলম্ব এই গেস্ট হাউসটি বন্ধ করে সীলগালা করার জন্য দাবী জানিয়েছেন।

অপর দিকে আশুলিয়ার ভাদাইল এলাকায় জামগড়া আর্মি ক্যাম্প সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র সহ ৫ জন গ্রেফতার করেছে।দীর্ঘদিন ধরে আশুলিয়ার ভাদাইল এলাকায় কিছু অস্ত্রধারী এবং মাদক ব্যবসায়ী তাদের সহযোগীদের সাথে নিয়ে এলাকায় সন্ত্রাসের রাজত্ব তৈরি করেছিল। তাদের প্রত্যেকের নামেই একাধিক অস্ত্র এবং মাদক ব্যবসায়ের মামলা এবং প্রমাণসহ অভিযোগ রয়েছে । এ বিষয়ে জামগড়া আর্মি ক্যাম্পে অভিযোগ আসলে ক্যাম্প থেকে গতরাতে একাধিক অভিযান পরিচালনা করে সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী ইমন এবং রাহুল সহ সর্বমোট পাঁচজনকে গ্রেফতার করতে সক্ষম হয় জামগড়া আর্মি ক্যাম্পের সেনাদল। পরবর্তীতে আটককৃত ছয় জনকে উদ্ধারকৃত বিপুল দেশী অস্ত্র, মোবাইল এবং অপরাধ কর্মকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদিসহ আশুলিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

গ্রেফতারকৃত রা হচ্ছেন
মোঃ ইমন (২৩)মোঃ রাহুল (২৩) মোঃ সাইরোয়ার (৩০)মোঃ বায়েজিদ (২২)
উদ্ধারকৃত সরঞ্জামাদির মধ্যে রয়েছে,স্থানীয় অস্ত্র ১৭টি (রামদা, চাপাতি ইত্যাদি)টেজার ০২টি
অপরাধমূলক তথ্যযুক্ত মোবাইল ফোন ০৬টি। আশুলিয়া তানার ওসি আব্দুল হান্নান অস্ত্র সহ ৫ জনকে আটকের বিষয় নিশ্চিত করেন। আসামীরা দীর্ঘদিনের ত্রাসের রাজত্ব কায়েম কারী কুখ্যাত সন্ত্রাসীদের গ্রেপ্তার করায় ভাদাইল এলাকার জনগণের মধ্যে স্বস্তি এবং নিরাপত্তা বিরাজ করছে।

o

সাভারে আবাসিক হোটেলে পুলিশের অভিযান, ২২ জন আটক।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments