আলোর যুগ বিনোদনঃ গ্রামীণ প্রেক্ষাপটের গল্পে মাছরাঙা টেলিভিশনে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘মিলন হবে কতদিনে’। প্রতি সপ্তাহে রবি থেকে বৃহস্পতিবার রাত ৮টা ৪০ মিনিটে প্রচারিত হবে নাটকটি।
আহমেদ শাহাবুদ্দীনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন গোলাম সোহরাব দোদুল। ‘মিলন হবে কতদিনে’ নাটকে অভিনয় করেছেন মীর সাব্বির, নাদিয়া আহমেদ, শারমিন জোহা শশী, শাহেদ শরীফ খান, মুকুল সিরাজ, সুষমা সরকার, সাজু খাদেম, প্রাণ রায়, অবিদ রেহান, শামীমা তুষ্টি, সুজাত শিমুল, মানসী প্রকৃতিসহ অনেকে।
নাটকের গল্পে দেখা যাবে, ঝাটিবেলাই গ্রামের দুই যুবক মধু ও মতি ছোটবেলার বন্ধু। তাদের মা-বাবা কেউ নেই। তারা দুজনেই পৈতৃক কিছু সম্পত্তি পেয়েছে। তা দিয়েই জীবন চলে তাদের, কাজকর্মের ধারেকাছে নেই দুই বন্ধু। আবার স্বভাবে দুইজনেই কৃপণ।
মতি এবং মধু নিজেদের খুব চালাক মনে করেলেও নানা ধরনের চালাকি করতে গিয়ে বিপাকেও পড়েন তারা। এক সময়ে গ্রামের মুরব্বিরা তাদেরকে বিয়ে করিয়ে দেয়ার সিদ্ধান্ত নেন। দুইজনে সেজেগুজে একেকদিন একেক এলাকায় যায় পাত্রী দেখতে। এমনই নানারকম ঘটনা প্রবাহের মধ্য দিয়ে এগিয়ে যাবে নাটকের গল্প।