Wednesday, October 30, 2024
Homeজাতীয়সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ গ্রেপ্তার

সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ গ্রেপ্তার

আলোর যুগ প্রতিনিধিঃ আওয়ামী লীগ সরকারের সাবেক কৃষিমন্ত্রী, সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ১১টায় উত্তরা ১০ নম্বর সেক্টরে তার নিজ বাড়ি থেকে উত্তরা পশ্চিম থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) থেকে নির্বাচিত হয়েছিলেন। আব্দুস শহীদ মৌলভীবাজার-৪ সংসদীয় আসন থেকে টানা ৭ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন সাবেক কৃষিমন্ত্রীর মেয়ে উম্মে ফারজানা ডায়না। উল্লেখ্য, সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদের বিরুদ্ধে মৌলভীবাজার আদালতে এপর্যন্ত চারটি মামলা হয়েছে। এসব মামলায় তাকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments