Thursday, December 12, 2024
Homeঅপরাধসাবেক এমপি ফারুক চৌধুরীসহ ৪০০ জনের বিরুদ্ধে মামলা

সাবেক এমপি ফারুক চৌধুরীসহ ৪০০ জনের বিরুদ্ধে মামলা

আলোর যুগ প্রতিনিধিঃ রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সাবেক সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীসহ ৭০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪০০ জনের বিরুদ্ধে  মামলা হয়েছে। গত ৫ আগস্ট ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলন চলার সময় হত্যার উদ্দেশে গুলি চালানো ও দাঙ্গা সৃষ্টির অভিযোগে এ মামলা হয়। শুক্রবার (৬ ডিসেম্বর) রাতে রাজশাহীর গোদাগাড়ী থানায় বাদী হয়ে মামলাটি দায়ের করেন মো. আরিফ (২৩) নামের এক যুবক।

বাদী মো. আরিফ গত ৫ আগস্ট গোদাগাড়ীতে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়েছিলেন। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকায় সুস্থ হওয়ার পর এ মামলা করলেন তিনি। আসামিদের সবাই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মী। মামলার অন্য আসামিদের অন্যতম হলেন- গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র অয়েজুদ্দিন বিশ্বাস, তার ছেলে রায়হান বিশ্বাস, উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, তার ছেলে জিশান আলম (১৭), উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, পৌর আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম, সাবেক উপজেলা চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল আওয়াল, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল হামিদ রানা, পৌর যুবলীগের সভাপতি আব্দুল্লাহ, দৈনিক ইত্তেফাকের গোদাগাড়ী সংবাদদাতা মুক্তার হোসেন, সাংবাদিক আব্দুস সাত্তার, গোদাগাড়ী থানার সাবেক ওসি আব্দুল মতিন, রাজশাহী জেলা ওয়ার্কার্স পার্টির নেতা রফিকুল ইসলাম পিয়ারুল প্রমুখ।

অভিযোগে মামলার বাদী মো. আরিফ দাবি করেছেন, তিনি অন্যদের সঙ্গে গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের মিছিলে যোগ দেন। আসামিরা তাকে হত্যার উদ্দেশে গুলি ছোড়ে, বোমার বিস্ফোরণ ঘটিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে। এ সময়ে তিনি পায়ে গুলিবিদ্ধ হয়ে গুরুতর জখম হন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে এসে আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। গোদাগাড়ী থানা পুলিশ সূত্রে জানা গেছে, একই ঘটনায় ইতোপূর্বে আরও তিনটি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছেন। বাকি দুটি মামলা করেছেন অন্য দুই ব্যক্তি। আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments