Sunday, November 24, 2024
Homeশিক্ষাসাত কলেজকে সমন্বিত প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা চলছে : শিক্ষা উপদেষ্টা

সাত কলেজকে সমন্বিত প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা চলছে : শিক্ষা উপদেষ্টা

আলোর যুগ প্রতিনিধিঃ শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, রাজধানীর ঐতিহ্যবাহী সাতটি কলেজকে সমন্বিত প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হবে। সেই সমন্বিত প্রাতিষ্ঠানিকের কী নাম দেওয়া যায়, সেটি শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। ইতোমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। আমরা সেটি পর্যবেক্ষণ করছি। শিক্ষার্থীরা চাইলেও সেটি পর্যবেক্ষণ করতে পারবে। বুধবার ঢাকা কলেজের ১৮৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষা উপদেষ্টা বলেন, সাতটি কলেজকে অধিভুক্ত করা ছিল একটি অপরিণামদর্শী সিদ্ধান্ত। এতে অর্ন্তভুক্ত হয়ে এসব কলেজের শিক্ষার্থীদের নানা হয়রানির শিকার, পরীক্ষা সংক্রান্ত জটিলতা ও বিভিন্ন বাধার সম্মুখীন হতে হয়েছে। এতে শিক্ষার মানে ব্যাঘাত ঘটেছে। এর থেকে শিক্ষার্থীদের মুক্তি দিতে সাত কলেজকে একটি সমন্বিত প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা চলছে।

আন্দোলন থামিয়ে শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের বৈষম্য দূর করতে এই সরকার কাজ করে যাচ্ছে। যেসব সমস্যাগুলো রয়েছে, সেগুলো প্রতিষ্ঠান প্রধানদের জানানোর জন্য বলা হয়েছে। ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, পরবর্তী সময়ে আমরা সেগুলো নিয়ে কাজ করব। পড়াশোনার যাতে ব্যাঘাত না হয়, সেজন্য আমি আহ্বান করব শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যেতে। তাদের সব সমস্যার সমাধান করা হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments