Wednesday, December 4, 2024
Homeক্রিকেটসাকিবের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিয়ে মুখ খুললেন বিসিবি সভাপতি

সাকিবের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিয়ে মুখ খুললেন বিসিবি সভাপতি

আলোর যুগ স্পোর্টসঃ ওয়েস্ট-ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে আবারও জাতীয় দলে ফেরার গুঞ্জন ছিল সাকিব আল হাসানের। তবে শেষ পর্যন্ত তেমন কিছু হচ্ছে না বলেই খবর। আফগানিস্তানের পর টাইগার এই অলরাউন্ডারের খেলা হচ্ছে না ক্যারিবিয়ান সিরিজেও। আগামী বছরের শুরুতে হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব খেলবেন কি না সেই বিষয়েও চূড়ান্ত অনিশ্চয়তা দেখা দিয়েছে। আজ (রবিবার) গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। সাকিব প্রসঙ্গেও কথা বলেছেন ফারুক।

সাকিব না থাকলে বিপিএলে গ্ল্যামার কমবে কি না এমন প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি বলেন, ‘সাকিব আল হাসানের বিষয়টা আমি খুব বেশি উত্তর দিতে পারি না। আপনি আমাকে বারবার প্রশ্ন করেন আমি বিব্রত না। আমি চাই সাকিব আল হাসান খেলুক, কিন্তু ওর যে ব্যাপারটা পুরোপুরি আসলে…ও যে কারণে দেশে আসতে পারছে না। এটার সাথে ক্রিকেট বোর্ড কোনোভাবেই সম্পৃক্ত না। এর উত্তর দেওয়া আমার পক্ষে সহজ না। আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী তারা যেখানে আছেন তাদের এই ব্যাপারটা মীমাংসা করতে হবে।’

চ্যাম্পিয়নস ট্রফিতে সাকিবের খেলা নিয়ে ফারুক জানালেন, ‘এখনো আমাদের লিস্টে আছে। আশা করি যে ও যেভাবে চাচ্ছে এটাকে যদি সমাধান হয়। এটা অবশ্যই আমি মনে করি সাকিব এখনো ক্ষমতা রাখে জাতীয় দলে খেলার।’ আরও বলেন, ‘একটা ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা আর দেশের হয়ে খেলা এক জিনিস নয়। আমার মনে হয় খুব একটা মানসিকভাবে প্রস্তুত নয় সাকিব, দেশের হয়ে খেলার জন্য।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments