আলোর যুগ বিনোদনঃ বলিউড ইন্ডাস্ট্রিজে দীর্ঘদিনের বন্ধুত্ব সাইফ আলি খান ও অক্ষয় কুমারের। তারা একসঙ্গে কাজ করেছেন বহু ছবিতে। সম্প্রতি হামলার শিকার হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সাইফ। যদিও অনেকেই সাইফকে দেখতে হাসপাতালে ছুটে গিয়েছিলেন বি-টাউন থেকে। তবে অক্ষয় সেখানে যেতে না পারলেও বন্ধুকে নিয়ে প্রশংসা করতে ভোলেননি খিলাড়ি।
চলতি সপ্তাহে মুক্তি পাবে অক্ষয়ের নতুন ছবি ‘স্কাইফোর্স’। মঙ্গলবার মুম্বাইয়ে এক সংবাদ সম্মেলনে কলাকুশলীদের সঙ্গে উপস্থিত ছিলেন অক্ষয়। আর সেখানে সাংবাদিকরা তাকে সাইফের প্রসঙ্গে প্রশ্ন করতেই নিজেকে আর ধরে রাখতে পারেননি অক্ষয়। জানান, সম্পূর্ণ ঘটনায় সাইফ বীরত্বের পরিচয় দিয়েছেন। অক্ষয় বলেন, ‘ও যে এখন সুস্থ, সেটা জেনে আমি খুব খুশি। সমগ্র ইন্ডাস্ট্রিই খুশি। সে যেভাবে নিজের পরিবারকে রক্ষা করেছে, সেটা খুবই সাহসের পরিচয়।’
গত ১৬ জানুয়ারি নিজের বাড়িতেই অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির হাতে ছুরিকাঘাতের শিকার হন সাইফ। জানা গেছে, নিজের সন্তানদের রক্ষা করতেই আক্রান্ত হন অভিনেতা। তাকে ছয়বার কোপ মারা হয়। তারপর থেকে মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন অভিনেতা। ইতোমধ্যে তিনি সেখান থেকে ছাড়া পেয়ে বাড়িতে পৌঁছে গেছেন।