Saturday, November 23, 2024
Homeক্রিকেটসাইফউদ্দিন জাদুতে সেমিফাইনালে বাংলাদেশ

সাইফউদ্দিন জাদুতে সেমিফাইনালে বাংলাদেশ

আলোর যুগ স্পোর্টসঃ মোহাম্মদ সাইফউদ্দিনের অলরাউন্ড নৈপুণ্যে হংকং সিক্সেস টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। শনিবার টুর্নামেন্টের চতুর্থ কোয়ার্টার ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে বৃষ্টি আইনে ১৮ রানে হারিয়েছে বাংলাদেশ। আগামীকাল রবিবার সেমিফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। গ্রুপ পর্বে একই গ্রুপে ছিল দু’দল। ওই ম্যাচে লঙ্কানদের কাছে ১৮ রানে হেরেছিল বাংলাদেশ। টুর্নামেন্টের অন্য সেমিফাইনালে লড়বে অস্ট্রেলিয়া ও পাকিস্তান।

হংকংয়ের মিশন রোড মাঠে আরব আমিরাতের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ২৩ বলে ৫৯ রানের সূচনা এনে দেন দুই ওপেনার জিশান আলম ও আব্দুল্লাহ আল মামুন। ২টি চার ও ৩টি ছক্কায় ১১ বলে ৩১ রান করে আউট হন আব্দুল্লাহ। তিন নম্বরে ব্যাট হাতে নেমে প্রতিপক্ষ বোলারদেও উপর চড়াও হন সাইফউদ্দিন। ১টি চার ও ৫টি ছক্কায় মাত্র ৯ বলে ৪’শ স্ট্রাইক রেটে অপরাজিত ৩৬ রান করেন তিনি। গ্রুপ পর্বে শ্রীলঙ্কা ও ওমানের বিপক্ষে যথাক্রমে ৫৫ ও ৪২ রানের অনবদ্য দু’টি ইনিংস খেলেছিলেন সাইফউদ্দিন।

সাইফউদ্দিনের সাথে ৩টি করে চার-ছক্কায় ১৭ বলে অপরাজিত ৩৪ রান করেন জিশান। দ্বিতীয় উইকেটে জিশান ও সাইফউদ্দিনের ১৩ বলে ৫২ রানের অপরাজিত জুটির উপর ভর করে নির্ধারিত ৬ ওভারে ১ উইকেটে ১১১ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। ১১২ রানের টার্গেটে খেলতে নেমে পেসার সাইফউদ্দিনের তোপে প্রথম ওভারেই ২ উইকেট হারায় আরব আমিরাত। চাপের মধ্যে থেকেও ইনিংসের তৃতীয় ওভারে আব্দুল্লাহর প্রথম চার ডেলিভারিতে চার ছক্কা মারেন আরব আমিরাতের সঞ্চিত শর্মা। তবে পঞ্চম বলে আউট হন ৬ বলে ২৫ রান করা শর্মা।

৩.২ ওভার শেষে ৩ উইকেটে ৪৩ রান তুলে আরব আমিরাত। এরপর আলোক স্বল্পতায় ম্যাচটি আর মাঠে গড়াতে পারেনি। পরবর্তীতে বৃষ্টি আইনে জয় তুলে নিয়ে সেমির টিকিট নিশ্চিত করে বাংলাদেশ। সাইফউদ্দিন ১.২ ওভার বল করে ৭ রানে ২ উইকেট নেন।  সাত বছর পর ১২ দলকে নিয়ে গতকাল শুক্রবার থেকে থেকে হংকংয়ে শুরু হয় ‘হংকং ইন্টারন্যাশনাল সিক্সেস’ টুর্নামেন্ট।আগামীকাল রবিবার সেমিফাইনাল ও ফাইনাল দিয়ে পর্দা নামবে টুর্নামেন্টের।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments