Tuesday, April 8, 2025
Homeখেলাসতীর্থদের কাছে বেলিংহামের ক্ষমা প্রার্থনা

সতীর্থদের কাছে বেলিংহামের ক্ষমা প্রার্থনা

আলোর যুগ স্পোর্টসঃ লা লিগায় নিজেদের শেষ ম্যাচে ওসাসুনার বিপক্ষে লাল কার্ড দেখেন জুড বেলিংহ্যাম। সেই হতাশা থেকে এবার সতীর্থের কাছে ক্ষমা চাইলেন রিয়াল মাদ্রিদের এই ইংলিশ মিডফিল্ডার। লা লিগায় গত শনিবার (১৫ ফেব্রুয়ারি) ওসাসুনার বিপক্ষে ১-১ গোলে ড্র করে রিয়াল মাদ্রিদ। ৩৯তম মিনিটে লাল কার্ড দেখেন বেলিংহ্যাম। প্রতিপক্ষের কর্নার শেষে মাঝ মাঠের দিকে দৌড়ে যাওয়ার সময় রেফারিকে কিছু একটা বলতে দেখা যায় বেলিংহ্যামকে। এরপরই তাকে লাল কার্ড দেখান রেফারি।

দলকে কঠিন পরিস্থিতিতে ফেলে দেওয়ার জন্য সতীর্থদের কাছে ক্ষমা চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অনুভূতি তুলে ধরেছেন জুড বেলিংহ্যাম। তিনি লেখেন, “ভুল বোঝাবুঝি নিয়ে যথেষ্ট কথা হয়েছে। সতীর্থদের এমন কঠিন পরিস্থিতিতে ফেলে দেওয়ার জন্য আবারও ক্ষমা চাই। ভক্তদের তাদের সমর্থন এবং বোঝাপড়ার জন্য ধন্যবাদ জানাতে চাই। ঘরের মাঠে দেখা হবে।”

ম্যাচ শেষে বেলিংহ্যাম অবশ্য দাবি করেছেন, রেফারিকে উদ্দেশ্য করে কোনো অপমানজনক মন্তব্য করেননি। ওই সময় নিজের প্রতি ক্ষোভের বহিঃপ্রকাশ করেছিলেন তিনি। পরে সংবাদ সম্মেলনে কোচ কার্লো আনচেলত্তি স্বীকার করে নেন বেলিংহ্যামের গালি দেওয়ার বিষয়টি। তবে সেটি যে রেফারির উদ্দেশ্যে ছিল না, সেটিও পরিষ্কার করেন তিনি। কিন্তু এনিয়ে আলোচনা যেন থামছেই না।

তাই এবার সামাজিক মাধ্যমে এসবের সমাপ্তি টানার অনুরোধ করেছেন বেলিংহ্যাম। বেলিংহ্যামের লাল কার্ড পাওয়ার ওই সময় ১-০ গোলে এগিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু একজন কম নিয়ে ব্যবধান ধরে রাখতে পারেনি তারা। শেষ পর্যন্ত সমতায় শেষ হয় ম্যাচটি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments