আলোর যুগ স্পোর্টসঃ নেদারল্যান্ডসের বিপক্ষে চলমান সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচকে ঘিরে বাংলাদেশ দলে দেখা যেতে পারে বড়সড় পরিবর্তন। পুরো সিরিজকে বলা হলেও ‘প্রস্তুতি সিরিজ’, বাস্তবে সেটা খুব একটা প্রতিফলিত হয়নি আগের দুই ম্যাচে। স্কোয়াডে নতুন মুখ থাকলেও একাদশে ছিল সীমিত ঘুরেফিরে খেলার প্রবণতা। তবে সিরিজের শেষ ম্যাচে এসে এবার ভিন্ন চিত্র দেখা যেতে পারে।
দলের পারফরম্যান্স ও প্রস্তুতির দিক বিবেচনায় এবার স্কোয়াডের বাকি সদস্যদের মাঠে নামানোর সম্ভাবনা রয়েছে। বিশেষ করে মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদকে বিশ্রামে রেখে খেলানো হতে পারে শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিনকে। একইসঙ্গে উইকেটরক্ষক ব্যাটার হিসেবে দেখা যেতে পারে নুরুল হাসান সোহানকে। এছাড়া স্পিন বিভাগে ফিরতে পারেন লেগস্পিনার রিশাদ হোসেন। এই পরিবর্তনের ফলে একাদশ থেকে বাইরে যেতে হতে পারে ওপেনার সাইফ হাসান ও অলরাউন্ডার শেখ মাহেদি হাসানকে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ (শেষ ম্যাচ):
পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, লিটন দাস (অধিনায়ক), নুরুল হাসান সোহান, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।