আলোর যুগ জবসঃ শেষ মুহূর্তে গাসমুস হয়লুনের গোলে কোনোভাবে হার এড়িয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রিমিয়ার লিগের রবিবারের ম্যাচে বোর্নমাউথের মাঠে ১-১ গোলের ড্র নিয়ে ফিরেছে এরিক টেন হাগের দল।
ম্যাচের ১৬তম মিনিটে বোর্নমাউথকে এগিয়ে দেন ঘানার ফরোয়ার্ড অ্যান্তোয়ান সেমেনিও। ইউনাইটেডের রক্ষণভাগের ভুলে বল দখলে নিয়ে নিচু শটে গোল করেন তিনি। প্রথমার্ধেই ইউনাইটেড গোল পরিশোধের কয়েকটি সুযোগ পেলেও ব্যর্থ হন আলেহান্দ্রো গার্নাচোরা।
৬০তম মিনিটে ইউনাইটেড গোলরক্ষক ও পোস্টের সহায়তায় দ্বিতীয় গোল হজমের হাত থেকে রক্ষা পায়। এরপর ম্যাচের ৭০ মিনিটে বোর্নমাউথের ফরোয়ার্ড এভানিলসন সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়লে সংখ্যাগত সুবিধা পায় সফরকারীরা।
অবশেষে যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে মানুয়েল উগার্তের শটে হালকা স্পর্শ করে বল জালে পাঠিয়ে গোলের দেখা পান গাসমুস হয়লুন। তার গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে রেড ডেভিলরা।
এই ড্রয়ে টানা পাঁচ ম্যাচে জয়বিহীন থাকল ইউনাইটেড। ৩৪ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগ টেবিলের ১৪তম স্থানে রয়েছে তারা। অন্যদিকে, বোর্নমাউথ ৫০ পয়েন্ট নিয়ে অবস্থান করছে ১০ নম্বরে।