Monday, April 21, 2025
Homeখেলাশেষ মুহূর্তের গোলে ইন্দোনেশিয়াকে হারিয়ে শীর্ষে বাংলাদেশ

শেষ মুহূর্তের গোলে ইন্দোনেশিয়াকে হারিয়ে শীর্ষে বাংলাদেশ

আলোর যুগ স্পোর্টসঃ জাকার্তায় এএইচএফ কাপে এক রোমাঞ্চকর লড়াইয়ে শেষ মুহূর্তে চমক দেখিয়ে স্বাগতিক ইন্দোনেশিয়াকে ৩-২ গোলে হারিয়েছে বাংলাদেশ পুরুষ হকি দল। ফজলে রাব্বীর নাটকীয় গোলেই এসেছে এই জয়ের স্বাদ, যা টুর্নামেন্টে বাংলাদেশের টানা দ্বিতীয় জয়।

রবিবার (২০ এপ্রিল) গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে শেষ বাঁশির ঠিক আগমুহূর্তে আরশাদ হোসেনের বাড়ানো বল দারুণভাবে স্টিকে নিয়ন্ত্রণে নিয়ে জালে ঠেলে দেন ফজলে রাব্বী। গোলের পর পুরো দল আনন্দে উল্লাসে ফেটে পড়ে। এই জয়ে ৬ পয়েন্ট নিয়ে পুল ‘বি’-এর শীর্ষে অবস্থান করছে মামুনুর রশীদের দল।

ম্যাচের শুরুতে স্বাগতিক ইন্দোনেশিয়া ছিল আত্মবিশ্বাসী। তাদের বর্তমান কোচ ইমান গোবিনাথান একসময় বাংলাদেশ দলের দায়িত্বে ছিলেন, ফলে বাংলাদেশের খেলোয়াড়দের সম্পর্কে তাঁর ভালোই ধারণা ছিল। নিজেদের পরিচিত জাকার্তার টার্ফে ইন্দোনেশিয়া ম্যাচের প্রথম কোয়ার্টারে নিয়ন্ত্রণে রাখলেও গোলের দেখা পায়নি কোনো দল।

দ্বিতীয় কোয়ার্টারে গতি বদলে যায়। ওবায়দুল হোসেনের নিখুঁত ফ্লিকে প্রথমে এগিয়ে যায় বাংলাদেশ। এরপর পুষ্কর খিসার পেনাল্টি কর্নার থেকে ড্রাগ ফ্লিকে ব্যবধান ২-০ করেন সোহানুর রহমান সবুজ। তবে বিরতির ঠিক আগেই দুরূহ কোণ থেকে রিভার্স হিটে এক গোল শোধ দেন ইন্দোনেশিয়ার আলফান্দি প্রাস্তোয়ো।

তৃতীয় কোয়ার্টারে আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে খেলা। গোলের দেখা না পেলেও বাংলাদেশের রক্ষণভাগ ছিল ব্যস্ত। এই কোয়ার্টারের শুরুতেই ইন্দোনেশিয়া সমতায় ফেরে—আকমল খায়েরউল্লাহ গোলমুখ থেকে হালকা হিটে বল পাঠান জালে। ম্যাচ যখন ২-২ গোলে সমতায় গড়াচ্ছিল, তখনই ফজলে রাব্বীর গোল বদলে দেয় দৃশ্যপট। শেষ মুহূর্তের সেই জয়ে উল্লসিত বাংলাদেশের শিবির।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments