Thursday, December 12, 2024
Homeখেলাশুক্রবার থেকে বসুন্ধরায় শুরু হচ্ছে অ্যাম্বাসি ফুটবল ফেস্ট

শুক্রবার থেকে বসুন্ধরায় শুরু হচ্ছে অ্যাম্বাসি ফুটবল ফেস্ট

আলোর যুগ স্পোর্টসঃ আগামীকাল শুক্রবার ঢাকায় শুরু হচ্ছে দুই দিনব্যাপী অ্যাম্বাসি ফুটবল ফেস্ট। ২০টি দেশের দূতাবাস অংশ নেবে এই টুর্নামেন্টে। পঞ্চমবারের মতো আয়োজন করা হচ্ছে এমন টুর্নামেন্ট। গতকাল বুধবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে সৌদি দূতাবাস এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায়।

বিদেশি দূতাবাসগুলো নিয়ে আয়োজিত ৫ম ফুটবল উৎসব বিষয়ে জানাতে সংবাদ সম্মেলনে ঢাকায় সৌদি দূতাবাসের গণমাধ্যম বিভাগের প্রধান জামাল আল মনসুরি বলেন, বসুন্ধরা আবাসিক এলাকায় ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (আইএসডি) মাঠে শুক্রবার সকাল ১০টায় টুর্নামেন্টের উদ্বোধন করবেন পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন।

এদিকে, জামাল আল মনসুরি জানান, আগামী ২০৩৪ সালের ফিফা বিশ্বকাপ আয়োজন করবে সৌদি আরব। বুধবার একটি ভার্চ্যুয়াল সভায় ২০৩৪ বিশ্বকাপের আয়োজক হিসেবে সৌদি আরবের নাম ঘোষণা করেছে ফিফা। তিনি আরও বলেন, সৌদি আরবের জন্য বিশেষ দিন। কারণ ফিফা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে ২০৩৪ সালের বিশ্বকাপ ফুটবল আয়োজন করতে যাচ্ছে সৌদি আরব।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments