Tuesday, May 6, 2025
Homeবিনোদনশাহরুখ-আল্লু অর্জুন এক ছবিতে, হবে ধামাকা : বিজয় দেবেরাকোন্ডা

শাহরুখ-আল্লু অর্জুন এক ছবিতে, হবে ধামাকা : বিজয় দেবেরাকোন্ডা

আলোর যুগ বিনোদনঃ দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা মনে করেন, যদি শাহরুখ খান ও আল্লু অর্জুন এক ছবিতে অভিনয় করেন, তবে সেটি হবে কেবল সিনেমা নয়, বরং একতা ও শক্তির প্রতীক। সম্প্রতি মুম্বাইয়ে আয়োজিত ‘ওয়েভস সামিট’ অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে মডারেটরের ভূমিকায় ছিলেন বলিউড পরিচালক করণ জোহর।

বিজয় বলেন, “শাহরুখ খান এবং আল্লু অর্জুন— যদি তারা একসঙ্গে পর্দায় আসেন, তাহলে সেটা শুধু একটা ছবি হবে না, সেটা হবে একতা, উদযাপন আর শক্তির প্রতীক।” তার মতে, “দেশকে এক করতে হলে, সিনেমাও এক হতে হবে।” বিজয়ের মতে, ভারতীয় ছবির এখন দরকার একটি বিশাল ধামাকা, যেখানে উত্তর ও দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগ থাকবে।

বিজয় বলেন, “শাহরুখের শেষ ছবি আয় করেছে প্রায় ৮০০ থেকে ১০০০ কোটি রুপি, আর ‘পুষ্পা ২’ নিয়ে রয়েছে ১০০০ কোটির প্রত্যাশা। এই দুই ইন্ডাস্ট্রি একত্র হলে যে ধরনের বিস্ফোরণ ঘটতে পারে, তা অভাবনীয়।” এই ধরনের সহযোগিতা কেবল বক্স অফিসে নয়, বরং ভারতীয় সিনেমার ভবিষ্যতের জন্যও গুরুত্বপূর্ণ, বলেন বিজয়। আলোচনায় উঠে আসে বিজয়ের নিজের বলিউড যাত্রা। ‘লাইগার’ দিয়ে বলিউডে অভিষেক ঘটলেও ছবিটি বক্স অফিসে সফল হয়নি। তবে ব্যর্থতা তাকে শিক্ষা দিয়েছে, কীভাবে আরও ভালো করতে হয়।

বিজয় বলেন, “উত্তর বনাম দক্ষিণ— এই প্রতিযোগিতা ফলপ্রসূ হবে না। একসঙ্গে কাজ করলেই ভারতীয় সিনেমা আন্তর্জাতিক পর্যায়ে শক্ত অবস্থান নিতে পারবে।” ‘কমরেড’ থেকে ‘অর্জুন রেড্ডি’— একাধিক ব্লকবাস্টার উপহার দেওয়া এই অভিনেতা মনে করেন, এখন সময় এসেছে একে অপরকে প্রতিযোগী নয়, বরং সহযোগী ভাবার।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments