Sunday, October 26, 2025
Homeআন্তর্জাতিকল্যুভর জাদুঘরে চুরির ঘটনায় দুজন গ্রেপ্তার

ল্যুভর জাদুঘরে চুরির ঘটনায় দুজন গ্রেপ্তার

আলোর যুগ প্রতিনিধিঃ ফ্রান্সের রাজধানী প্যারিসের ঐতিহাসিক ল্যুভর জাদুঘরের মূল্যবান রত্ন চুরির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৬ অক্টোবর) স্থানীয় সংবাদমাধ্যমগুলো এ তথ্য নিশ্চিত করেছে। লে প্যারিসিয়ান জানিয়েছে, গ্রেপ্তার দুজনই প্যারিসের শহরতলীর সেইন-সেন্ট-ডেনিস এলাকার বাসিন্দা। তাদের একজনকে ধরা হয় চার্লস ডি গল বিমানবন্দর থেকে, যখন তিনি বিমানে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন।

গত রবিবার চারজন চোর বিশ্বের অন্যতম জনপ্রিয় এই জাদুঘরে প্রবেশ করে। তারা ওয়েল্ডিং যন্ত্রাংশ ব্যবহার করে দিনদুপুরে ভবনে ঢুকে চুরি করে। ফ্রান্সের বিচারমন্ত্রী পরে জানান, ঘটনাটিতে জাদুঘরের নিরাপত্তায় ঘাটতি ছিল।

চুরির দিন সকাল ৯টা ৩০ মিনিটে জাদুঘরটি খোলা হয়। কিছুক্ষণ পরই চোরচক্রটি প্রবেশ করে। তারা সিন নদীর পাশে একটি যানচালিত সিঁড়ি নিয়ে আসে, যার সাহায্যে অ্যাপোলো গ্যালারিতে ঢোকে। একটি ছবিতে দেখা গেছে—সিঁড়িটি ভবনের প্রথম তলার সঙ্গে লাগানো। দুই চোর গ্রিল কাটার যন্ত্র দিয়ে গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। এরপর তারা নিরাপত্তারক্ষীদের হুমকি দিয়ে একটি রুম খালি করায় এবং সবাই বেরিয়ে গেলে গ্লাস কেটে মূল্যবান রত্ন নিয়ে পালিয়ে যায়।

পরে জানা যায়, তারা যে চারটি রুমে ঢুকেছিল, তার একটিতে কোনো সিসি ক্যামেরা ছিল না। ফরাসি পুলিশ জানায়, চোররা সেখানে মাত্র চার মিনিট অবস্থান করে এবং রত্ন চুরি শেষে বাইরে অপেক্ষমাণ দুটি স্কুটারে চড়ে পালিয়ে যায়। ঘটনার পর ফ্রান্সজুড়ে জাদুঘর ও অন্যান্য সাংস্কৃতিক স্থাপনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments