Saturday, November 23, 2024
Homeজাতীয়‘লোক দেখানো কাজ দিয়ে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়’

‘লোক দেখানো কাজ দিয়ে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়’

আলোর যুগ প্রতিনিধিঃ স্থানীয় সরকার উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ বলেছেন, লোক দেখানো কাজ করে ডেঙ্গু সংক্রমণ কমানো সম্ভব নয়।মঙ্গলবার সকালে পুরান ঢাকার আরমানিটোলাসহ বিভিন্ন এলাকায় ডেঙ্গুর নিধন কার্যক্রম পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।

যার যার অবস্থান থেকে প্রত্যেকেই সচেতন হয়ে ডেঙ্গু নিধনে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ডেঙ্গুর সময়ে প্রথম দিনে জ্বর হলেই ডাক্তারের পরামর্শ নিতে হবে। এ ছাড়া ডেঙ্গু নিধনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১২টি টিম কাজ করছে।

যারা দায়িত্বে আছেন তাদের সচেতন হয়ে কাজ করার আহ্বানও জানিয়ে, নিজ উদ্যোগে পাড়া-মহল্লায় পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করার তাগিদ দেন স্থানীয় সরকার উপদেষ্টা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments