Sunday, December 22, 2024
Homeআন্তর্জাতিকলেবাননে ৩৫০০ যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের

লেবাননে ৩৫০০ যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের

আলোর যুগ প্রতিনিধিঃ লেবাননে সাড়ে তিন হাজার হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যা করেছে বলে দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) প্রতিরক্ষা বাহিনীর বরাতে টাইমস অব ইসরায়েল এই তথ্য জানিয়েছে।

এক প্রতিবেদনে সংবাদমাধ্যমটি বলছে, আইডিএফের অনুমান তাদের হামলায় ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা যুদ্ধের পর থেকে গত ১৪ মাসের লড়াইয়ে প্রায় সাড়ে তিন হাজার হিজবুল্লাহ সদস্য নিহত হয়েছে। এদের বেশিরভাগই গত সেপ্টেম্বর থেকে চলা দক্ষিণ লেবাননে স্থল আক্রমণের সময় মারা গেছেন।

ইসরায়েলের সামরিক বাহিনীর বলেছে, সাড়ে তিন হাজার যোদ্ধা নিহতের পাশাপাশি, এসব হামলায় গুরুতর এবং মাঝারিভাবে আহত হয়েছেন প্রায় সাত হাজার যোদ্ধা। যারা এখন লড়াই করতে অক্ষম। তবে ইসরায়েলের এই দাবির বিষয়ে কোনো মন্তব্য করেনি হিজবুল্লাহ। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে নিয়মিত হতাহতের পরিসংখ্যান জানানো হলেও তাদের মধ্যে ঠিক কতজন হিজবুল্লাহ সদস্য তা কখনো উল্লেখ করা হয় না।

প্রসঙ্গত, দীর্ঘ সময় ধরে সংঘর্ষ চলার পর বুধবার (২৭ নভেম্বর) লেবাননে যুদ্ধবিরতি শুরু হয়েছে। এক বছরের বেশি সময় পাল্টাপাল্টি হামলা শেষে যুদ্ধবিরতিতে একমত হয় ইসরায়েল ও হিজবুল্লাহ। স্থানীয় সময় ভোর ৪টা থেকে (বাংলাদেশ সময় সকাল ৮টা) কার্যকর হয় এই যুদ্ধবিরতি। প্রাথমিক অবস্থায় এ চুক্তির মেয়াদ থাকবে ৬০ দিন। পরবর্তীতে এটি আবারও বৃদ্ধি করা হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments