Wednesday, October 30, 2024
Homeঅপরাধলেবাননে বিমান হামলা অব্যাহত, যুদ্ধবিরতি নাকচ ইসরায়েলের

লেবাননে বিমান হামলা অব্যাহত, যুদ্ধবিরতি নাকচ ইসরায়েলের

আলোর যুগ প্রতিনিধিঃ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও আরব দেশগুলোর যুদ্ধবিরতির আবেদন খারিজ করে দিলো ইসরায়েল। বৃহস্পতিবার রাতেও ইসরায়েলের যুদ্ধবিমান লেবাননে হামলা করেছে। বৈরুতে দুইজন মারা গেছেন ও ১৫ জন আহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার ২৮ জন মারা গেছেন এবং সোমবার থেকে মৃত্যুর সংখ্যা ছয়শ ছাড়িয়েছে।

হিজবুল্লাহ জানিয়েছে, বিমান হামলায় তাদের বিমান বাহিনীর প্রধান মোহাম্মদ সুরুর মারা গেছেন। লেবানন সীমান্তে ইসরায়েলের সেনাও কুচকাওয়াজ করছে। ফলে বিমান হামলার পাশাপাশি সীমান্ত পেরিয়ে ইসরায়েলের সেনাও লেবাননের ভিতরে ঢুকে যেতে পারে বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে ইসরায়েলের বিমান বাহিনী তখন সেনাকে সাহায্য করবে এবং ইরান থেকে যাতে হিজবুল্লাহর কাছে অস্ত্র না আসে তা নিশ্চিত করতে চাইবে বলে বিমান বাহিনীর কম্যান্ডার মেজর জেনারেল তোমের বার জানিয়েছেন।

শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তার আগে তিনি সাংবাদিকদের বলেছেন, ইসরায়েলের সেনা পূর্ণ শক্তি দিয়ে হিজবুল্লাহর উপর আঘাত হানবে। আমাদের লক্ষ্যপূরণ না হওয়া পর্যন্ত তারা থামবে না। এর আগে, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, যুক্তরাজ্য, আরব দেশগুলি অবিলম্বে যুদ্ধবিরতির কথা বলেছিল। যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মতো দেশগুলোর প্রস্তাব ছিল, অবিলম্বে ২১ দিনের যুদ্ধবিরতি চালু হোক।

লেবাননের পররাষ্ট্রমন্ত্রী আবদাল্লা হাবিব জাতিসংঘের কাছে আবেদন জানিয়ে বলেছেন, পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার আগে তারা যেন অবিলম্বে যুদ্ধবিরতির ব্যবস্থা করে। না হলে, এই সংকট ঘোলাটে হয়ে উঠবে। তখন তা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে বলে তিনি জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের মুখপাত্র জন কিরবি বলেছেন, যুদ্ধবিরতির প্রস্তাবে কী আছে, তা ইসরায়েল খুব ভালো করে জানে। প্রতিটি শব্দ তারা পড়েছে। যুক্তরাষ্ট্র চায়, তারা যেন এই প্রস্তাবকে গুরুত্ব দেয়।

ফ্রান্সের প্রেসিডেন্ট মাক্রোঁ বলেছেন, ইসরায়েল যে যুদ্ধবিরতির প্রস্তাব একেবারে খারিজ করে দিয়েছে, তা তিনি মনে করছেন না। এটা খারিজ করলে প্রধানমন্ত্রী ভুল করবেন। তখন আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির দায় তাকে নিতে হবে। ইসরায়েল যাতে যুদ্ধবিরতি মেনে নেয়, তার জন্য আমরা সবধরনের চেষ্টা করব।

জার্মানির পররাষ্ট্রমন্ত্রী বেয়ারবক জাতিসংঘের সাধারণ পরিষদে বলেছেন, তিনি ইসরায়েল ও হিজবুল্লাহ নেতাদের অবিলম্বে যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিতে অনুরোধ জানাচ্ছেন। এই সংঘাত বাড়লে আঞ্চলিক নিরাপত্তা বিঘ্নিত হবে। তখন এই অঞ্চলে দীর্ঘস্থায়ী শান্তিস্থাপন কঠিন হয়ে পড়বে।

হোয়াইট হাউস জানিয়েছে, মার্কিন ও ইসরায়েলের কর্মকর্তাদের মধ্যে আলোচনা চলছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন ইসরায়েলের স্ট্র্যাটেজিক অ্যাফেয়ার্স মন্ত্রী রন ডেরমারের সঙ্গে বৈঠক করবেন। লন্ডনে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, মধ্যপ্রাচ্যে পুরোদস্তুর যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। কিন্তু এখনো কূটনৈতিক পথে সমস্যা সমাধানের সম্ভাবনা আছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments