Friday, January 24, 2025
Homeআন্তর্জাতিকলেবাননে পৌঁছেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী

লেবাননে পৌঁছেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী

আলোর যুগ প্রতিনিধিঃ লেবাননের রাজধানী বৈরুতে পৌঁছেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান। লেবাননের সরকারি ন্যাশনাল নিউজ এজেন্সি ও আরব নিউজ এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান সৌদি আরবের শীর্ষ এ কূটনীতিক। এক দশকেরও বেশি সময় পর সৌদি আরবের কোনো উচ্চপর্যায়ের কর্মকর্তার লেবানন সফর এটি। সেখানে তিনি দেশটির নতুন নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করবেন।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী লেবাননের নবনির্বাচিত প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে সাক্ষাৎ করবেন। ধারণা করা হয়, রিয়াদ ও পশ্চিমাদেশগুলোর সমর্থনেই আউন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

বহু বছর ধরে অর্থনৈতিক বিপর্যয় ও ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধে বিধ্বস্ত লেবাননের নেতারা ধনী উপসাগরীয় দেশগুলোর কাছ থেকে অত্যন্ত প্রয়োজনীয় পুনর্গঠন তহবিলের আশায় রয়েছেন। সফরের আগে প্রিন্স ফয়সাল বলেছেন, আউনের নির্বাচন ‘অত্যন্ত ইতিবাচক’, তবে রিয়াদ বৈরুতের সঙ্গে আরো জড়িত হওয়ার আগে বাস্তব পরিবর্তন দেখতে চায়।

সৌদি আরব একসময় লেবাননে প্রধান বিনিয়োগকারী ছিল। কিন্তু ইরান সমর্থিত হিজবুল্লাহর ক্রমবর্ধমান প্রভাবের কারণে গত এক দশক ধরে দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। ইসরায়েলের সঙ্গে যুদ্ধ ও মিত্র সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর হিজবুল্লাহর দুর্বল অবস্থার মধ্যে প্রিন্স ফয়সালের এই সফর এমন সময়ে হচ্ছে, যখন লেবানন নতুন করে শুরু করার চেষ্টা করছে।

এই মাসের শুরুর দিকে আউন বলেছিলেন, সৌদি আরবে সফর হবে তার প্রথম সরকারি বিদেশ ভ্রমণ। সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানের সঙ্গে একটি ফোনালাপের পর এই সফরের আমন্ত্রণ পান তিনি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments