Saturday, July 5, 2025
Homeআন্তর্জাতিকলাহোরের রাস্তায় নারী ও শিশুর ওপর সিংহের হামলা

লাহোরের রাস্তায় নারী ও শিশুর ওপর সিংহের হামলা

আলোর যুগ প্রতিনিধিঃ পাকিস্তানের লাহোর শহরের ব্যস্ত একটি সড়কে পোষা সিংহের আকস্মিক হামলায় এক নারী ও তার দুই সন্তান আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

বৃহস্পতিবার রাতে ঘটে যাওয়া এই ঘটনার ভিডিও ফুটেজ ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফুটেজে দেখা যায়, সিংহটি একটি ব্যারিয়ারের ওপর লাফিয়ে নিজের খাঁচা থেকে বেরিয়ে আসে এবং বাজারের ব্যাগ হাতে থাকা এক নারীকে ধাওয়া করে।

সিসিটিভি ক্যামেরায় দেখা গেছে, সিংহটি ওই নারীর পিঠে ঝাঁপিয়ে পড়ে তাকে মাটিতে ফেলে দেয়, এ সময় এক শিশু দৌঁড়ে পালাতে চেষ্টা করে। পরে সিংহটি আরও পথচারীদের দিকে তেড়ে যায়, আর আতঙ্কিত জনতা প্রাণ বাঁচাতে ছুটোছুটি করতে থাকেন।

আহত নারীর স্বামীর বরাতে পুলিশের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, সিংহটি প্রথমে তার স্ত্রীকে আক্রমণ করে এবং পরে তাদের পাঁচ ও সাত বছর বয়সী দুই সন্তানকে লক্ষ্য করে হামলা চালায়। মা ও দুই শিশুর হাত ও মুখে আঘাত লেগেছে। তবে সৌভাগ্যবশত, তাদের আঘাত গুরুতর নয় এবং হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েই তারা ফিরে এসেছেন।

ঘটনার পরপরই সিংহের মালিকসহ তিনজনকে চিহ্নিত করে পুলিশ গ্রেপ্তার করে। লাহোর মহানগর পুলিশের উপ-মহাপরিদর্শক (অপারেশনস) কার্যালয় এএফপিকে জানায়, ‘ঘটনার পর অভিযুক্তরা সিংহটি নিয়ে পালিয়ে যায়। তবে ঘটনার ১২ ঘণ্টার মধ্যে তাদের গ্রেফতার করা হয়েছে।’

পুলিশ ১১ মাস বয়সী এ পুরুষ সিংহটি জব্দ করে একটি বন্যপ্রাণী উদ্যানে পাঠিয়েছে। সেখানকার কর্মকর্তারা জানিয়েছেন, প্রাণীটি সুস্থ ও সুরক্ষিত রয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments