আলোর যুগ স্পোর্টসঃ টেস্ট ক্রিকেটে বিরল এক কীর্তির সামনে দাঁড়িয়ে হয়তো অনেকেই লোভ সামলাতে পারতেন না। কিন্তু দক্ষিণ আফ্রিকার পেস অলরাউন্ডার উইয়ান মুল্ডার দেখালেন কিছু অর্জন মানবিকতার ঊর্ধ্বে নয়। জিম্বাবুয়ের বিপক্ষে বুলাওয়ায়ো টেস্টে ৩৬৭ রানে অপরাজিত থাকাকালেই ইনিংস ঘোষণা করে দিলেন মুল্ডার। ছুঁতে পারতেন টেস্ট ইতিহাসের সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড, কিন্তু করেননি। কারণ? কিংবদন্তি ব্রায়ান লারার প্রতি সম্মান।
২০০৪ সালে ব্রায়ান লারা ইংল্যান্ডের বিপক্ষে ৪০০ রান করে গড়েছিলেন টেস্টে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড। সেই রেকর্ডকে ছুঁয়ে দেখার সুযোগ ছিল মুল্ডারের সামনেই। দ্বিতীয় দিন লাঞ্চে ৫ উইকেটে ৬২৬ রানে ইনিংস ঘোষণা করেন দক্ষিণ আফ্রিকার ভারপ্রাপ্ত অধিনায়ক মুল্ডার। তখন তার নামের পাশে লেখা ৩৬৭ রান, ৩৩৪ বলের ইনিংসে ৪৯টি চার ও ৪টি ছক্কা।
দিন শেষে দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক শন পোলকের প্রশ্নের জবাবে নিজের সিদ্ধান্তের ব্যাখ্যা দেন মুল্ডার। অকপটে বললেন, ‘ব্রায়ান লারা একজন কিংবদন্তি। এই রেকর্ড তার নামেই মানায়। ভবিষ্যতেও যদি এমন সুযোগ পাই, একই কাজ করব।’ তিনি আরও যোগ করেন, ‘আমরা স্কোরবোর্ডে যথেষ্ট রান তুলেছি, দলীয় দিক থেকে এটিই সঠিক সিদ্ধান্ত।’
ব্যক্তিগতভাবে এ ইনিংসটি মুল্ডারের ক্যারিয়ারের সেরা তো বটেই, দক্ষিণ আফ্রিকার ইতিহাসেও একক সর্বোচ্চ ইনিংস। হাশিম আমলার ৩১১ রানের রেকর্ড ভেঙেছেন তিনি। একই সঙ্গে টেস্ট ইতিহাসে প্রথম অধিনায়ক হিসেবে অভিষেক ম্যাচেই ট্রিপল সেঞ্চুরির কৃতিত্বও এখন তার।