Wednesday, December 25, 2024
Homeজেলার খবররোহিঙ্গা ক্যাম্পে আগুনে কয়েকশ’ ঘর ভস্মীভূত, নিহত ২

রোহিঙ্গা ক্যাম্পে আগুনে কয়েকশ’ ঘর ভস্মীভূত, নিহত ২

আলোর যুগ প্রতিনিধিঃ কক্সবাজারে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে আগুন লেগে কয়েকশ’ বসতঘরসহ নানা স্থাপনা ভস্মীভূত হয়েছে। এছাড়া, আগুনের ঘটনায় শিশুসহ দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে কুতুপালং এলাকার লম্বাশিয়া ১-ওয়েস্ট রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকে আগুন লাগে।

এ বিষয়ে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফ হোসাইন জানান, ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস কক্সবাজার স্টেশনের উপ-সহকারী পরিচালক মো. তানহারুল ইসলাম।

তিনি জানান, রোহিঙ্গা ক্যাম্পে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। এদিকে, কীভাবে আগুনের সূত্রপাত হলো তা জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments