আলোর যুগ প্রতিনিধিঃ কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে শুক্রবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়েছে কাঁঠাল গাছতলা বাজার ও রোহিঙ্গাদের ঘর। তীব্র তাপদাহে বাড়তে থাকা আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। পরে শুক্রবার দুপুর ১২টা ১৭ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করে। উখিয়া ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক কামাল হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। এর আগে, শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে উখিয়ার থাইংখালী জনিমারখোলা রোহিঙ্গা ক্যাম্প-১৩ কাঠাল গাছতলা বাজারে এ আগুন লাগে।
ক্যাম্প সূত্রের বরাতে ওসি জানান, শুক্রবার বেলা ১১টার দিকে হঠাৎ করে রোহিঙ্গা ক্যাম্প-১৩ কাঠাল গাছতলা বাজারে আগুন লাগে। পরে স্থানীয়রাসহ এপিবিএন সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।