Thursday, January 8, 2026
Homeজেলার খবররেলে বিনা টিকিটে ২ হাজার যাত্রীর থেকে ৪ লাখ টাকা আদায়

রেলে বিনা টিকিটে ২ হাজার যাত্রীর থেকে ৪ লাখ টাকা আদায়

আলোর যুগ প্রতিনিধিঃ বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের ৬৪টি ট্রেনে ব্যাপক অভিযান পরিচালনা করে। মঙ্গলবার এই অভিযানে মোট ৯৪ জন টিটিই অংশগ্রহণ করেন। এই কার্যক্রমের মাধ্যমে ১ হাজার ৯৪৫ জন টিকিটবিহীন যাত্রী শনাক্ত করা হয়। পরে তাদের কাছ থেকে ভাড়া ও জরিমানা হিসেবে মোট ৪ লাখ ২৪ হাজার ৯১০ টাকা আদায় করা হয়।

বুধবার রেলওয়ের ভেরিফাইড পেইজে জানানো হয়েছে, এই অভিযান চলাকালীন মোট ২ হাজার ৭৩৫টি টিকিট যাচাই করা হয়। যাত্রীদের মধ্যে যাদের টিকিট ছিল না, তাদের কাছ থেকে ভাড়া হিসেবে আদায় করা হয়েছে ২ লাখ ৯৪ হাজার ৪৩০ টাকা, আর জরিমানা হিসাবে নেওয়া হয়েছে ১ লাখ ৩০ হাজার ৪৮০ টাকা।

অভিযানটি মূলত রেলযাত্রীদের মধ্যে নিয়মিত টিকিট ব্যবহারের সচেতনতা বৃদ্ধি এবং রেলওয়ের নিরাপত্তা ও আয় বৃদ্ধি নিশ্চিত করতে পরিচালিত হয়েছে। খোলাখুলিভাবে ট্রেনে যাত্রী ভ্রমণ ও টিকিটবিহীন ভ্রমণ রোধের লক্ষ্যে এই অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে বলে রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

রেলওয়ের কর্মকর্তা জানান, অভিযান চলাকালীন যাত্রীরা সচেতনভাবে টিকিট প্রদর্শন করায় কিছুটা নিয়মের পরিবেশ তৈরি হয়। তবে কিছু যাত্রী এখনও টিকিটবিহীন ভ্রমণ করছে, যা রেলওয়ের জন্য একটি চ্যালেঞ্জ। এই ধরনের অভিযান ভবিষ্যতে আরও কড়া করা হবে এবং জরিমানা কার্যক্রম বাড়ানো হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments