Monday, November 25, 2024
Homeজেলার খবররেকর্ড ভেঙে মৌসুমের সর্বোচ্চ ৪৩.৭ ডিগ্রি তাপামাত্রা চুয়াডাঙ্গায়

রেকর্ড ভেঙে মৌসুমের সর্বোচ্চ ৪৩.৭ ডিগ্রি তাপামাত্রা চুয়াডাঙ্গায়

আলোর যুগ প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসে সর্বোচ্চ ৪৩.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা ৩টায় চুয়াডাঙ্গার আবহাওয়া অফিস এ তাপমাত্রা রেকর্ড করে। চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ডও এটি। এর আগে ২০১৪ সালের ২১ মে ৪৩ দশমিক ২ এবং ২০০৫ সালের ২ জুন ও চলতি বছর ২৯ এপ্রিল ৪৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, চুয়াডাঙ্গা জেলার ইতিহাসে এতো তাপমাত্রা কখনও রেকর্ড হয়নি। তিনি বলেন, তাপমাত্রার পারদ স্বাভাবিক পর্যায়ে আসতে আরো কয়েকদিন অপেক্ষা করতে হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments