আলোর যুগ স্পোর্টসঃ বায়ার্ন মিউনিখ দলে চোটাক্রান্ত খেলোয়াড়ের সংখ্যা বেড়েই চলেছে। রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের মহাগুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে ডিফেন্ডার রাফায়েল গেরেইরোকে হারিয়েছে তারা। বুন্ডেসলিগায় গত শনিবার স্টুটগার্টের বিপক্ষে দলের ৩-১ গোলে হারের ম্যাচের ১৭তম মিনিটে তুলে নেওয়া হয় গেরেইরোকে।
প্রতিপক্ষের একটি শট ঠেকানোর চেষ্টায় অ্যাঙ্কেলে আঘাত পান পর্তুগিজ লেফট-ব্যাক। এরপর তার অ্যাঙ্কেলের লিগামেন্টে চোটের কথা জানায় বায়ার্ন। আগামী কয়েকটি ম্যাচে তাকে পাওয়া যাবে না বলে জানানো হয়েছে।
স্টুটগার্টের বিপক্ষে মাথায় আঘাত পান সেন্টার-ব্যাক এরিক ডায়ারও। প্রথমার্ধের পর আর নামানো হয়নি তাকে। আরও দুই ডিফেন্ডার মাটাইস ডি লিখট ও দায়দ উপামেকানো পূর্ণ ফিটনেস পাওয়ার লড়াইয়ে আছেন।
হতাশাজনক মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগেই একমাত্র শিরোপা জয়ের সম্ভাবনা জিইয়ে আছে বায়ার্নের। শেষ চারের ফিরতি লেগে বুধবার (০৮ মে) রিয়ালের মাঠে খেলবে টমাস টুখেলের দল। প্রথম লেগে ২-২ ড্র হয়েছিল।