আলোর যুগ প্রতিনিধিঃ ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিহত আব্দুল্লাহকে গার্ড অব অনার দিয়ে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে যশোরের শার্শা উপজেলার বেনাপোল বলফিল্ড মাঠে তাঁর চতুর্থ জানাজা অনুষ্ঠিত হয়, এরপর বড়আঁচড়া গ্রামে নানা বাড়ির পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন আব্দুল্লাহ।
জানাজার আগে আব্দুল্লাহকে পুলিশের একটি দল গার্ড অব অনার প্রদান করেন। পরে মরহুমের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান শার্শা উপজেলা নির্বাহী অফিসার ড. রাজিব হাসান। এর আগে, ছাত্র-জনতার আন্দোলনে মাথায় গুলিবিদ্ধ হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মারা যান আবদুল্লাহ।
মেধাবী ছাত্র আব্দুল্লাহ যশোরের বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া টার্মিনাল পাড়া গ্রামের দিনমজুর আব্দুল জব্বাবের ছেলে। তিনি রাজধানীর সরকারি সোহরাওয়ার্দী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। উল্লেখ্য, গত ৫ আগস্ট সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর তাঁতীবাজার মোড়ে বংশাল থানার সামনে গুলিবিদ্ধ হন আবদুল্লাহ। তার কপালের ঠিক মাঝ বরাবর গুলি লাগে।