আলোর যুগ প্রতিনিধিঃ রাশিয়ার হামলা ঠেকাতে পশ্চিমাদের কাছে আরও অস্ত্র চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, রুশ বাহিনীর অগ্রসর থামানো যাবে যদি বন্ধু রাষ্ট্রগুলো অস্ত্রের সরবরাহ বাড়ায়। ইউরোপীয় পার্লামেন্টের সফররত প্রেসিডেন্ট রবার্টা মেটসোলার সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। খবর রয়টার্সের।
বৃহস্পতিবার রাজধানী কিয়েভে এক উন্মুক্ত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। জেলেনস্কি বলেন, অস্ত্র সরবরাহ বাড়ানোর জন্য আমাদের অংশীদারদের ওপর সর্বোচ্চ চাপ দিচ্ছি। অস্ত্র সরবরাহ বাড়ানো হলে, আমরা পূর্বে (রুশ বাহিনী) ঠেকাতে পারব। কথা বলার সময় হঠাৎই বিমান হামলার সাইরেন বেজে উঠে। এটি রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার হুমকির পূর্বাভাস। যা সারা দেশে তীব্র হয়েছে।
এর ফলে, কয়েক হাজার বেসামরিক মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। এপ্রিলের শেষের দিকে তিনটি গ্রাম থেকে সেনা প্রত্যাহার করে নিয়েছে ইউক্রেনীয় বাহিনী। এই পরিস্থিতিতে ইউক্রেনের শীর্ষ কমান্ডার বলেন, সামনে পরিস্থিতি আরো খারাপ হতে যাচ্ছে।
এদিকে, গত মাসে সামরিক সহায়তা বিল অনুমোদনের মার্কিন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইউক্রেন। কিন্তু অনেক ইউনিট এখনো নতুন অস্ত্র পায়নি। বরং সতর্ক করে বলেছে, যা আছে তাও শেষ হয়ে যাচ্ছে। ইউক্রেনের আরও সেনার প্রয়োজনীয়তা স্বীকার করে জেলেনস্কি বলেন, সৈন্য বাহিনীর অভাবে রুশ দখলকৃত শহর আভদিভকা ও পোকরভস্কে কঠিন পরিস্থিতি তৈরি করছে। যা এখনো ইউক্রেনের দখলে রয়েছে।
জেলেনস্কি বলেছিলেন, রুশ বাহিনীকে আটকাতে হলে অতিরিক্ত ব্রিগেডকে সজ্জিত করতে হবে। জেলেনস্কি আরো বলেন, ড্রোন ও আর্টিলারি শেল উৎপাদন ইউক্রেনকে রুশ আক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করেছে।