Saturday, December 28, 2024
Homeআন্তর্জাতিকরাশিয়া সফরে যাচ্ছেন শি জিনপিং

রাশিয়া সফরে যাচ্ছেন শি জিনপিং

আলোর যুগ প্রতিনিধিঃ ২০২৫ সালে রাশিয়া সফর করবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। শুক্রবার সকালে মস্কোর রাষ্ট্রদূত ইগর মরগুলভ রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম রিয়া নিউজকে এ তথ্য নিশ্চিত করেছে। ইগর মরগুলভ বলেন, যতটুকু বলতে পারি, সেটি হলো, বর্তমানে যথাযথ পরিকল্পনা প্রস্তুত করা হচ্ছে। এটি কোনো গোপন বিষয় নয় যে, চীনের প্রেসিডেন্ট আগামী বছর রাশিয়া সফর করবেন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় রয়টার্সের অনুরোধে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। ২০২২ সালের ফেব্রুয়ারিতে পুতিন চীন সফর করেন, যখন তিনি চীনের সঙ্গে যৌথ অংশীদারিত্ব ঘোষণা করেছিলেন, তার কয়েকদিন পরই তিনি ইউক্রেনে হাজার হাজার সেনা পাঠান। তিনি গত মে মাসে পুনঃনির্বাচিত হওয়ার পর চীন সফর করেছিলেন এবং সেখানে নতুন সম্পর্কের ঘোষণা দেন, যা মার্কিন নীতির বিরোধিতার ওপর গুরুত্বারোপ করে।

২০২৩ সালে শি জিনপিংকে ক্রেমলিনে প্রিয় বন্ধু হিসেবে অভ্যর্থনা জানানো হয়, যখন তিনি তার তৃতীয় মেয়াদে নির্বাচিত হন। মরগুলভ রিয়া নিউজকে জানান, চীন ইউক্রেন-রাশিয়ার ৩৪ মাসের যুদ্ধের নিন্দা করা থেকে বিরত রয়েছে, এ সংঘাতের ভিত্তি বুঝতে পেরেছে, কারণ তারা একই ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের ওপর চাপ বাড়াচ্ছে।

তিনি বলেন, ন্যাটো এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তার সামরিক পরিকাঠামো স্থানান্তরের পরিকল্পনা করছে। রাশিয়া ও চীন যৌথভাবে মার্কিন নীতির প্রতিক্রিয়া জানাতে হবে, তিনি মন্তব্য করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments