আলোর যুগ প্রতিনিধিঃ আগামী সপ্তাহেই রাশিয়ার ভয়ংকর যুদ্ধবিমান পেতে যাচ্ছে ইরান। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের কয়েকটি প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।সুখোই সু-৩৫ যুদ্ধবিমান পেলে ইরানের সামরিক শক্তি আরো বাড়তে পারে। ইরানি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সু-৩৫ যুদ্ধবিমানের প্রথম চালানটি আগামী সপ্তাহে তেহরানে পৌঁছানোর কথা রয়েছে। প্রথম চালানে ঠিক কতটি যুদ্ধবিমান আসবে সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি। তবে ধারণা করা হচ্ছে সবমিলিয়ে অন্তত ২৪টি যুদ্ধবিমান পেতে পারে ইরান।
গত বছর চতুর্থ প্লাস প্রজন্মের অত্যাধুনিক সু-৩৫ যুদ্ধবিমান কিনতে রাশিয়ার সাথে চুক্তি চূড়ান্ত করে ইরান। এ চুক্তির আওতায়, মিল এমআই-২৮ অ্যাটাক হেলিকপ্টার এবং ইয়াক-১৩০ প্রশিক্ষণ ও লাইট অ্যাটাক বিমানও কেনার কথাও জানা গিয়েছিল। ওই সময় দেশটির বার্তাসংস্থা তাসনিম নিউজ, ইরানের উপ-প্রতিরক্ষামন্ত্রীর বরাত দিয়ে এসব তথ্য নিশ্চিত করে।